Andrew Symonds News: শেষ মুহূর্ত পর্যন্ত কুকুরগুলি ছেড়ে যায়নি অ্যান্ড্রু সাইমন্ডসকে| জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা

Andrew-Symonds-dogs-never-leave-him-last-time-says-witness

Andrew Symonds News: শেষ মুহূর্ত পর্যন্ত কুকুরগুলি ছেড়ে যায়নি অ্যান্ড্রু সাইমন্ডসকে| জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা

উল্টে পড়ে রয়েছে গাড়ি। তারস্বরে বেজে চলেছে রেডিও। এরমধ্যেই নিঃসার অবস্থায় পড়ে রয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। শেষ অবস্থায় এভাবেই তাঁকে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা (Witness)। তাঁদের আরও অবাক করেছিল, সাইমন্ডসের দুই কুকুর (Dogs)। তারা কিন্তু ছেড়ে যায়নি (Never Left Him) অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় এই খেলোয়াড়কে। 

কেমন ছিল সাইমনন্ডসের শেষ অবস্থা? কুইন্সল্যান্ডের টাউনভিলেতে তিনি চালক ও দুই পোষ্য কুকুরকে নিয়ে গাড়ি করে বেরিয়েছিলেন। শনিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ হার্ভে রেঞ্জ ধরে গাড়িটি এগচ্ছিল। অ্যালিস রিভার ব্রিজের কাছে গাড়িটি পিছলে গিয়ে দু্র্ঘটনা ঘটে। গাড়িটি রাস্তার ধারে পড়ে যায়। তীব্র শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখেন গাড়ির সামনের দিক নীচের দিকে গোঁত্তা খেয়ে পড়ে রয়েছে। ইঞ্জিন তখনও চালু। রেডিও বাজছে। এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা তাঁকে প্রাণপণে গাড়ির বাইরে আনার চেষ্টা করছেন। কিন্তু সাইমন্ডসের কোনও সাড়া না থাকায়, সেই কাজ কঠিন হয়ে পড়ে। এত কিছুর মধ্যেও সাইমন্ডসের কাছেই ছিল তাঁর পোষ্য দুই কুকুর। তাদের বাইরে বার করার চেষ্টা হলেও, তারা সাইমন্ডসকে ছাড়তে চাইছিল না। ঘটনাস্থলে পৌঁছেছিলেন বাবেথা নেলিমন। তিনি সেভেন নিউজকে বলেন, ‘আমরা তাদের বাইরে আনার অনেক চেষ্টা করলাম। পরে সার্ভিসের কর্মীরা তাদের বাইরে বার করে আনেন।’ 

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের

আরও পড়ুন: মাইকেল ক্লার্কের সঙ্গে সম্পর্ক বিষিয়ে গিয়েছিল কেন | জানালেন অ্যান্ড্রু সাইমন্ডস



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ