Andrew Symonds Confession: মাইকেল ক্লার্কের সঙ্গে সম্পর্ক বিষিয়ে গিয়েছিল কেন | জানালেন অ্যান্ড্রু সাইমন্ডস

Andrew Symonds Confession: মাইকেল ক্লার্কের সঙ্গে সম্পর্ক বিষিয়ে গিয়েছিল কেন | জানালেন অ্যান্ড্রু সাইমন্ডস

Andrew Symonds Confession on money


ঝাঁকড়া চুল নিয়ে মাথা ঝাঁকিয়ে তিনি বল করতেন। ৬ নম্বরে ব্যাট করতে নেমেও বহু ম্যাচ জিতিয়েছেন অস্ট্রেলিয়ার (Australia) অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। মাইকেল বিভানের পর তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার সেরা অল রাউন্ডার। কিন্তু তিনি যখন কেরিয়ারের মধ্য গগনে, তখনি দল থেকে বাদ পড়েছিলেন। এই বাদ পড়ার জন্য তৎকালীন ক্যাপ্টেন মাইকেল ক্লার্ককে (Michael Clarke) দোষারোপ করেছিলেন তিনি।

এতদিন পরে সাইমন্ডস জানালেন আইপিএলের (IPL) জন্য তাঁর মাথা ঘুরে গিয়েছিল। বিপুল পরিমাপ অর্থের জন্য তিনি বিপথে চালিত হয়েছিলেন। ২০০৮ সালে আইপিএলের প্রথম সেশনে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫.৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল ডেকান চার্জাস। 

তাই একবার তিনি অস্ট্রেলিয়ার টিম মিটিংয়ে যাননি। ব্যাপারটিকে দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হয়। ফলে একদিনের টিম থেকে বাদ পড়তে হয়। আর মাইকেল ক্লার্কের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এতদিন পরে তাঁর উপলব্ধি, অর্থ ভাল জিনিস। কিন্তু এটা বিষাক্ত হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ