Scooter Battery Blasts Once Again: আবার স্কুটারের ব্যাটারি বিস্ফোরণ| মৃত ১

Scooter Battery Blasts Once Again: আবার স্কুটারের ব্যাটারি বিস্ফোরণ| মৃত ১

Scooter Battery Blasts Once Again

একের পর যানবাহনের ব্যাটারিতে যেভাবে বিস্ফোরণ ঘটছে তাতে ই-কারের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল। চেন্নাইতে স্কুটারের (Scooter) ব্যাটারি বিস্ফোরণের ( Battery Blasts) বলি হলেন এক ব্যক্তি। ৪০ বছরের ওই ব্যক্তি ২২ এপ্রিল ওই গাড়ি কিনেছিলেন। পর দিনই তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটে যায়। শনিবার গাড়ি চার্জ দেওয়ার সময় তাতে বিস্ফোরণ ঘটলে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় জখম হয়েছেন তিনজন। পুলিস গাড়ির বিক্রেতা চেন্নাইয়ের বুম মোটরসকে (Boom Motors) নোটিস পাঠিয়েছে। সূত্রের খবর, প্রয়োজনে গাড়ির নির্মাতা সংস্থার (Corbett 14) আধিকারিকদেরও ডেকে পাঠাতে পারে পুলিস। 

জানা গিয়েছে, সত্তর হাজার টাকায় ২২ এপ্রিল স্কুটারটি কিনেছিলেন ওই ব্যক্তি। ২৩ এপ্রিল বাড়িতে চার্জ দেওয়ার সময় ভোর সাড়ে তিনটে নাগাদ সেটিতি বিস্ফোরণ হয়। পুলিস জানিয়েছে, গত তিন-চার বছর ধরে ওই পরিবার ই-ভেহিক্যাল (EV) ব্যবহার করছে। বুম মোটর এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখযোগ্য ব্যাপার হল, স্কুটার নির্মাতা সংস্থাটি কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ স্কিমের অন্তর্ভুক্ত (production linked incentive-PLI scheme)। 

ই-স্কুটার ফেরানোর সিদ্ধান্ত ওলার (Ola)

এদিকে দেশে একের পর এক স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণের ঘটনায় ১ হাজার ৪০০-র বেশি স্কুটার ফেরানোর সিদ্ধান্ত নিল ওলা। ২৬ মার্চ ওলার স্কুটারে বিস্ফোরণ হয়। ওলা জানিয়েছে, সেই নিয়ে তদন্ত চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ