Pregnancy Test: বিয়ের আগে গর্ভধারণ পরীক্ষা| হুলুস্থুল বিজেপি শাসিত রাজ্যে

Bengali News Click

গণ বিবাহের (mass wedding) ব্যবস্থা করেছে সরকার। তাতে অংশ নিলে মিলবে নগদ টাকা। সঙ্গে নানা উপহার। সেই আশায় গণ বিবাহের আসরে যোগ দিতে আগ্রহ দেখিয়েছিলেন অনেকেই। তবে মহিলাদের গর্ভধারণ পরীক্ষা (pregnancy test) করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (madhya pradesh)। আর এই নিয়ে শুরু হয়ে বিতর্ক (stir) । জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ অভিযান প্রকল্পে এই গণ বিবাহের আয়োজন করা হয়েছিল শুক্রবার। সেখানেই গর্ভধারণ পরীক্ষার (pregnancy test) অভিযোগ উঠেছে। তবে এই বিষয়টি অস্বীকার করেননি জেলাশাসক বিকাশ মিশ্র। তবে তিনি জানিয়েছেন, বিয়ের আগে মহিলাদের রক্তাল্পতা পরীক্ষা করা হয়। এই ধরনের আসরে রক্তাল্পতা পরীক্ষা বাধ্যতামূলক। সেই পরীক্ষা করতে গিয়েই অনেকের গর্ভধারণ ধরা পড়ে। তাঁর কথায়, ‘রক্তাল্পতা পরীক্ষা করতে গিয়ে পাঁচজনের সিকল সেল অ্যানিমিয়া ধরা পড়ে। তখন চিকিৎসকদের কাছে এঁরা জানান, তাঁদের মেনস্ট্রুরেশন বন্ধ হয়ে গিয়েছে। এরপর চিকিৎসকরা তাঁদের মূত্রের নমুনা পরীক্ষা করতে বলেন। পাঁচজনেরই গর্ভধারণ ধরা পড়ে যায়। তাঁদের আর গণ বিবাহে যোগ দিতে দেওয়া হয়নি।’

তবে গণ বিবাহের আসরে যোগ দেওয়া প্রত্যেকের গর্ভধারণ পরীক্ষা (pregnancy test) করার খবর অস্বীকার করেছেন জেলাশাসক। যাঁদের চিকিৎসকরা সন্দেহ করেছেন, কেবল তাঁদেরই এই পরীক্ষা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, দিন্দোরি জেলায় ওই গণ বিবাহের আসরে যোগ দেওয়ার জন্য ২২৪ জন হবু দম্পতি নাম নথিভুক্ত করেছিল। ওই পাঁচজনকে বাদ দিয়ে ২১৯ জন হবু দম্পতির বিয়ে সম্পন্ন হয়।

গণ বিবাহের আসরে যোগ দিতে পারেননি এমন এক তরুণী বলেন, ‘আমাকে বলা হয়, সব পরীক্ষা শেষ হয়েছে। আমি যেন বিবাহের জন্য তৈরি হই। তবে বিবাহ আসরে যোগ দেওয়ার তালিকায় আমার নাম ছিল না। গত পাঁচ মাস ধরে আমি হবু স্বামীর সঙ্গে থাকছি। শারীরিক পরীক্ষার সময় আমার গর্ভধারণ ধরা পড়ে। তাই গণ বিবাহে যোগ দেওয়া হবু দম্পতির তালিকায় আমার নাম ছিল না।’

তবে এই নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে তুলোধোনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত চেয়েছেন। এই নিয়ে তাঁর ট্যুইট, ‘২০০ মহিলার গর্ভধারণ পরীক্ষার খবর পেলাম। মুখ্যমন্ত্রীর থেকে ঘটনার সত্যতা জানতে চাই। যদি সত্য হয়, তাহলে কি মহিলাদের এটা অপমান নয়? মুখ্যমন্ত্রীর চোখে কি গরিব, দলিত মহিলাদের কোনও সম্মান নেই?’

আরও পড়ুন: দু’আঙুল পরীক্ষা কি (What is two finger test)?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ