Virat Koholi: বিরাটকে দরাজ সার্টিফিকেট সৌরভের| বললেন আমার থেকেও ভালো

saurav-ganguly-praises-virat-kohli-saying-more-skillful-playersaurav-ganguly-praises-virat-kohli-saying-more-skillful-player

যেন শাপমোচন বিরাট কোহলির (virat koholi)। প্রায় তিন বছর পর শতরান করলেন তিনি। এরপর থেকেই তাঁর প্রশংসা (praises) ভেসে আসছে নানা মহল থেকে। তবে সবচেয়ে বড় প্রশংসাটা বোধ হয় করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly) । কোনও রকম ভনিতা না করে সৌরভ বলেছেন, কোহলি তাঁর থেকে অনেক দক্ষ (skillful)  খেলোয়াড়। 

আক্রমণাত্মক ক্রিকেটের জন্য পরিচিত ছিলেন সৌরভ। কোহলিও তাঁর আগ্রাসী ক্রিকেটের জন্য পরিচিত। সৌরভ বলেন, স্কিলের মাপকাঠিতে অবশ্যই এগিয়ে থাকবেন কোহলি। 

শনিবার 'রণবীর শো' নামের ইউটিউব চ্যানেলে সাক্ষাতকার দিচ্ছিলেন। তিনি বলেন, 'আমার মনে হয় না দু'জনের অধিনায়কত্বের তুলনা করা উচিত। তবে খেলোয়াড় হিসেবে দক্ষতার তুলনা টানা যেতেই পারে। আমার মনে হয় কোহলি অনেক এগিয়ে থাকবেন।'

দীর্ঘ ১ হাজার ২০ দিন পর যে কোনও ফর্মাটের ক্রিকেটে শতরান করলেন কোহলি।বৃহস্পতিবার দুবাইতে আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে ১২২ রান করেন তিনি। সৌরভ আরও বলেন, 'দুই ভিন্ন সময়ে আমরা ক্রিকেট খেলেছি। দু'জনেই প্রচুর ক্রিকেট খেলেছি। মোট ম্যাচের দিক এখন আমি এগিয়ে। তবে তিনি আরও অনেক খেলবেন।সংখ্যায় আমাকেও ছাপিয়ে যাবেন।' 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ