These Countries Offer Highest Interest Rate: আর্জেন্টিনা ৩৭.৪ শতাংশ সুদ দিচ্ছে| টাকা রাখবেন নাকি?

These Countries Offer Highest Interest Rate: আর্জেন্টিনা ৩৭.৪ শতাংশ সুদ দিচ্ছে| টাকা রাখবেন নাকি?

These Countries Offer Highest Interest Rate



ভারতে দিনদিন সুদের হার (Interest Rate) কমছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ব্যাঙ্কে টাকা রাখতে অনেকেই আগ্রহ হারাচ্ছেন। কিন্তু যদি এমন হতো, ব্যাঙ্কে টাকা রাখলে ৩০ শতাংশের বেশি সুদ পাওয়া যেত! অবাক হওয়া নয়, আছে আছে এমন দেশ। রইল তার শুলুক সন্ধান। 

দেশ                          সুদের হার ( শতাংশে)
আর্জেন্টিনা               ৩৭.৪ 
ভেনেজুয়েলা             ৩৬ 
জিম্বাবুয়ে                  ২৬
উজবেকিস্তান           ১৫.৮ 
মাদাগাস্কার              ১৩.৭৫
তুরস্ক                        ১২.৫ 

ভাবছেন এই দেশগুলিতে টাকা রাখতে পারলে কী ভালটাই না হতো। বিষয়টা এত সরল নয়। প্রথমেই ভাবুন চলতি প্রথার বাইরে গিয়ে এই দেশগুলি এত সুদ দিচ্ছে কেন? মানুষকে সুরাহা দিতে? ব্যাপারটি এত সরল নয়। আসলে ব্যাঙ্কের সুদের বিষয়টি নির্ভর করে সে দেশের মুদ্রাস্ফীতির উপর। 

মুদ্রাস্ফীতি বাড়লে সুদের হার বাড়িয়ে বাজার থেকে টাকা তেলার চেষ্টা  করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর সে কারণেই সুদ বাড়ানো হয়। তাহলে দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতি রয়েছে এমন দেশেই সুদ বাড়ানো হয়। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষকে দেশের অর্থব্যবস্থার প্রতি আস্থা ফেরাতেও অন্যতম হাতিয়ার সুদের হার বৃদ্ধি। তাহলে ভাবুন, যেখানে ওই দেশগুলির বাসিন্দারাই ব্যাঙ্কে টাকা রাখতে ভয় পাচ্ছে, তখন সুযোগ পেলে আপনি ঝুঁকি নিয়ে ওই দেশগুলিতে টাকা রাখবেন তো? সাধু সাবধান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ