Russia Admits Warship Damaged: যুদ্ধজাহাজে ক্ষতির কথা স্বীকার করল রাশিয়া

Russia Admits Warship Damaged: যুদ্ধজাহাজে ক্ষতির কথা স্বীকার করল রাশিয়া

Russian Warship Hit by Ukraine


রুশ যুদ্ধজাহাজ ব্ল্যাক সিতে হামলার কথা আগেই জানিয়েছিল ইউক্রেন। এবার সেই ক্ষতির কথাই জানাল রাশিয়া। তবে ইউক্রেনের হামলাতেই তাদের ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজে আগুন লেগেছে কি না, নিশ্চিত করে জানায়নি মস্কো।

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে  জানানো হয়েছে, যুদ্ধজাহাজে থাকা অস্ত্রশস্ত্রে আগুন লেগেই বিস্ফোরণ ঘটেছে। তাতে গুরুতর ক্ষতি হয়েছে ব্ল্যাক সি-র। জাহাজে থাকা ৫০০ কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। 

ইউক্রেন অবশ্য দাবি করেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই ১২ হাজার ৫০০ টনের জাহাজে আগুন লাগে। তাদের দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই জাহাজে। এই 'সফল' হামলাকে 'গ্লোরি অব ইউক্রেন' বলেও জানানো হয়েছে।

তবে ইউক্রেনের এই দাবি যাচাই করেনি কোনও নিরপেক্ষ সংস্থাই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ