Tarakeswar Shraboni Mela: বুধবার শুরু তারকেশ্বর শ্রাবণী মেলা| একাধিক স্পেশাল ট্রেন

tarakeswar-shrabani-mela-statrts-administration-ready-local-trains-introduced

Tarakeswar Shraboni Mela: বুধবার শুরু তারকেশ্বর শ্রাবণী মেলা| একাধিক স্পেশাল ট্রেন

বুধবার গুরুপূর্ণিমা থেকেই শুরু (starts) হয়ে যাচ্ছে তারকেশ্বরে (tarakeswar)  শ্রাবণী মেলা (shrabani mela)। সারা দেশ থেকে ভোলেবাবার ভক্তরা জল নিয়ে হাজির হবেন পবিত্র তারকেশ্বর ধামে। গত দু'বছর করোনার জন্য জলযাত্রা বন্ধ ছিল। দু'বছর পর আবার তারকেশ্বর জলযাত্রা শুরু হওয়ায় এবার অনেক বেশি পূণ্যার্থী আসবেন বলে আশা মন্দির কমিটির। প্রস্তুত প্রশাসন  (administration ready)। চলবে অতিরিক্ত স্পেশাল ট্রেন (local train introduced)।

শ্রাবণ মাস শিবভক্তদের কাছে পবিত্র। বিশেষত সোমবার। এদিন শিবের মাথায় জল ঢালতে পারলে বিশেষ পুণ্য অর্জন করা যায় বলে ভক্তদের বিশ্বাস। তাই তারকেশ্বর সহ আশপাশের এলাকার রাস্তাঘাট জন সমুদ্রের চেহারা নেয়। এই বিরাট ভিড়ের কথা মাথায় রেখে এবার অতিরিক্ত সতর্ক প্রশাসন (administration ready)। জারি হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। 

প্রশাসনের পক্ষ থেকে তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর, বৈদ্যবাটি সহ বিভিন্ন জায়গায় বৈঠক করা হয়েছে। এবার---

  • মাদক বা মদ খেয়ে জলযাত্রায় অংশ নেওয়া যাবে না।
  • ডিজে বাজানো যাবে না।
  • প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • বৈদ্যবাটি-তারকেশ্বর রুটে বসছে আগের থেকে অনেক বেশি ব্যারিকেড। 
  • রবি ও সোমবার এই রুটে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে।
  • বৈদ্যবাটি-তারকেশ্বর, তারকেশ্বর-বর্ধমান, ডানকুনি-চাঁপাডাঙা রুটে অতিরিক্ত পুুলিশ মোতায়েন করা হচ্ছে। 
  • দুর্ঘটনা এড়াতে মন্দির সংলগ্ন দুধপুকুর এলাকায় থাকছে বিপর্যয় মোকাবিলায় বিশেষ দল।

ভিড় সামাল দিতে প্রস্তত রেলও। ৬ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে (local train introduced) রেল কর্তৃপক্ষ। ট্রেনগুলি চলবে হাওড়া-তারকেশ্বর ও তারকেশ্বর-শেওড়াফুলি শাখায় রবি ও সোমবার।

এরমধ্যে ২ জোড়া ট্রেন চলবে হাওড়া-তারকেশ্বর শাখায়। হাওড়া থেকে আপ স্পেশাল ট্রেনগুলি ছাড়বে ভোর ৪টে ৫ মিনিটে এবং বেলা ১২টা ৫০ মিনিটে। ট্রেনগুলি তারকেশ্বর পৌঁছবে যথাক্রমে ভোর  ৫টা ৩৫ এবং দুপুর ২টো ২০ মিনিটে।

ফিরতি রুটে ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০টা ৫৫ এবং রাত ৯টা ১৭ মিনিটে ছাড়বে। 

অন্যদিকে বাকি চারজোড়া ট্রেন চলবে তারকেশ্বর-শেওড়াফুলি শাখায়। 

তারকেশ্বর থেকে ট্রেনগুলি ছাড়বে---

ভোর ৫টা ৫৫, সকাল ৮টা ১০, দুপুর ২টো ৫৫ এবং সন্ধে ৬টা ৪০ মিনিটে। 

শেওড়াফুলি থেকে ট্রেনগুলি ছাড়বে---

ভোর ৬টা ৫৫, সকাল ৯টা ২০, বিকেল ৪টে ২০ এবং সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ