Four People To Be Hanged In Bangladesh: লেখক হুমায়ুন আজাদকে খুনে বাংলাদেশে চারজনের মৃত্যুদণ্ড

Four People To Be Hanged In Bangladesh: লেখক হুমায়ুন আজাদকে খুনে বাংলাদেশে চারজনের মৃত্যুদণ্ড

Humayun Azad killer To be killed in Bangladesh


মুক্তমনা বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদকে খুনের অভিযোগে চার জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল নিম্ন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক আল মামুন এই রায় দিয়েছেন। একইসঙ্গে তিনি প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। ফাঁসির সাজাপ্রাপ্তরা হল - মিজানুর রহমান ওরফে সফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, সালিহীন ওরফে সালাউদ্দিন এবং নূর মহম্মদ ওরফে সাবু। এদের মধ্যে মিজানুর এবং আনোয়ার কারাগারে রয়েছে। বাকিরা পলাতক। ১৮ বছর আগের এই ঘটনায় শুনানি শেষ হয় ২৭ মার্চ। পূর্ব ঘোষণামতো বুধবার এই মামলার রায় ঘোষণা করা হল।

২০০৪ সালে ঢাকার বাংলা অ্যকাডেমি চত্বরে বসেছিল অমর একুশে বইমেলা। ২৭ ফেব্রুয়ারি মেলা থেকে বাড়ি ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ। তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। এরপর তাঁর চিকিৎসা চলে ব্যাঙ্ককের একটি হাসপাতালে। তারও পরে জার্মানিতে তাঁর চিকিৎসা চলে। সেখানেই মৃত্যু হয় এই বহুমাত্রিক লেখকের। হামলার পরদিনই খুনের চেষ্টার অভিযোগে পুলিসে মামলা দায়ের করেছিলেন হুমায়ুনের ভাই মঞ্জুর কবির। জার্মানিতে হুমায়ুনের মৃত্যুর পর সরাসরি খুনের অভিযোগে মামলা দায়ের করে পুলিস। 

আজ রায় দিতে গিয়ে বিচারক বলেন, সারা দেশকে অস্থির করতে চেয়েছিল জেএমবি জঙ্গিরা।  তাই হুমায়ুনকে খুন করা হয়। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ