Quintuplets Baby: একসঙ্গে ৫ সন্তানের জন্মদিলেন মহিলা| কেমন আছে তারা?

Bengali News Click

কিছুটা বিরলই বটে। একসঙ্গে ৫ সন্তানের (5 healthy babies) জন্ম দিয়ে সেই বিরল নজির গড়লেন পোল্যান্ডের (polish) মহিলা (woman)। সবচেয়ে বড় কথা প্রত্যেকেই সুস্থ রয়েছে। সূত্রের খবর, ক্রাকোতে ইউনিভার্সিটি হাসপাতালে ২টি ছেলে এবং তিনটি মেয়ের জন্ম দেন ৩৭ বছর বয়সি ডোমিনিকা ক্লার্ক। ২৮ সপ্তাহের গর্ভাবস্থায় সিজার পদ্ধতিতে এই সন্তানের জন্ম দেন তিনি। শিশুদের ওজন ৭১০ গ্রাম থেকে ১ কেজি ৪০০ গ্রামের মধ্যে।   প্রিম্যাচিওর জন্ম হওয়ায় তাদের কাচের ঘরে রেখে চিকিৎসা চলছে। মহিলার আরও ৭ সন্তান রয়েছে। বড়টির বয়স ১২ বছর। আর ছোটটির মাত্র ১০ মাস। এদের মধ্যে রয়েছে একজোড়া যমজ বাচ্চা।

সুস্থ ৫ সন্তানের জন্ম দিয়ে ডোমিনিকা বলেন, 'স্বস্তি অনুভব করছি। আপনি যদি ইতিবাচক মানসিকতা দেখান, শান্ত জীবন যাপন করেন, তবে সবই সম্ভব। এতগুলি সন্তান নিয়ে সুখে রয়েছি।' 

কুয়েন্টুপলেটস জন্মদান অনেক রকম হতে পারে। একই রকম দেখতে, ভিন্ন রকম দেখতে। বা দুইরকমই হতে পারে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ