Anukul Thakur: অনুকূল ঠাকুরের অনুগামীকে ১ লক্ষ টাকা জরিমানা| কেন সুপ্রিম কোর্টে ধাক্কা?

Bengali News Click


অগণিত ভক্তের কাছে তিনি ভগবান। আর তাঁকে ভগবান প্রমাণ করতে সুপ্রিম কোর্টে (supreme court) পৌছে গিয়েছিলেন অনুকূল (anukul thakur) অনুগামী। এতে আদালত শুধু ক্ষুব্ধই হয়নি, সেই সঙ্গে জনস্বার্থ মামলা খারিজ (dismiss) করে এক লক্ষ টাকা জরিমানা করেছে মামলাকারীকে। আদালত স্পষ্ট জানিয়েছে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মাচরণের অধিকার রয়েছে। তাই দেশের সব নাগরিককে বলা যায় না অনুকূল ঠাকুরকে 'পরমাত্মা' (paramatma) হিসেবে মেনে নিন। 

সৎসঙ্গের প্রতিষ্ঠাতা অনুকূল ঠাকুরকে 'পরমাত্মা' ঘোষণার দাবি করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন উপেন্দ্রনাথ দালাই। মামলাকারী উপেন্দ্রনাথকে উদ্দেশ্য করে বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি 

সি টি রবিকুমার বলেন, 'আপনি যদি তাঁকে পরমাত্মা মনে করেন, করুন না। অন্যদের তা মেনে নিতে বলছেন কেন?' বিচারপতি শাহ আরও বলেন, 'জনস্বার্থ মামলা করে আদালতকে বিপথে চালিত করা হয়েছে। তাই এই মামলা খারিজ করা হচ্ছে। একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হল। চার সপ্তাহের মধ্যে এই টাকা কোর্টের রেজিস্ট্রিতে জমা করতে হবে।' 

জরিমানার অঙ্ক ঘোষণা করে বিচারপতি শাহ বলেন, এবার এই সমস্ত বিষয় নিয়ে জনস্বার্থ মানলা করার আগে যে কেউ অন্তত চারবার ভাববে। এই মামলায় উপেন্দ্রনাথ পক্ষ করেছিলেন, আরএসএস, ভিএইচপি, বিজেপি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, ন্যাশনাল খ্রিষ্টান কাউন্সিল, ইস্কন সহ বহু ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ