Jio Cinema: টিভির থেকে জিও সিনেমায় ফুটবল বিশ্বকাপ দেখেছেন বেশি মানুষ

Bengali News Click

বদলে যাচ্ছে বিনোদনের মাধ্যম। টিভির স্ক্রিন যত বড়ই হোক, বিনোদনের জন্য আর তা অপরিহার্য নয়। প্রমাণ করেছে ফুটবল (football worldcip) বিশ্বকাপ। টিভির থেকেও এবার জিও সিনেমায় (jio cinema)  বেশি মানুষ ফুটবল বিশ্বকাপ দেখেছেন (viewership)। রবিবার জিও সিনেমার ওয়েবসাইট এবং অ্যপের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার ম্যাচ দেখেছেন ৩ কোটি ২০ লক্ষ মানুষ। এই প্রথম দেশে ডিজিটাল মাধ্যমের দর্শক সংখ্যা টিভির দর্শক (cable tv) সংখ্যাকে ছাপিয়ে গেল। এমনটাই দাবি করেছে জিও। শুধু তাই নয়, সামগ্রিকভাবে ১১ কোটি ১০ লক্ষের বেশি ডিজিটাল দর্শক টানতে পেরেছে জিও। বিশ্বের মধ্যে এটাই সর্বাধিক।

জিও সিনেমা এবং স্পোর্টস ১৮-এ সম্মিলিতভাবে ৪ হাজার কোটি মিনিট চোখ রেখেছেন পর্দায়। অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএসে জিও সিনেমা বিশ্বের সবচেয়ে বেশি দর্শক টেনেছে বলেও সংস্থার দাবি। ভায়াকম ১৮ স্পোর্টসের সিইও অনিল জয়রাজ বলেন, 'কাতার বিশ্বকাপ যাতে সকলে মসৃণভাবে দেখতে পারেন, আমরা তার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভারত বিশ্বকাপে না খেললেও আমাদের প্লাটফর্মে সবচেয়ে বেশি মানুষ নজর রেখেছিলেন।' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ