TV Anchor: তালিবান আমলে রাস্তার ধারে খাবার বেচছেন জনপ্রিয় টিভি অ্যাঙ্কর

tv-anchor-sells-food-in-afghanistan-taliban-rule

TV Anchor: তালিবান আমলে রাস্তার ধারে খাবার বেচছেন জনপ্রিয় টিভি অ্যাঙ্কর

এক বছরের মধ্যে মুসা মহম্মদির জীবন বদলে গিয়েছে বিলকুল। এসি ঘরে বসে সংবাদ পাঠ ছেড়েছেন আগেই। এখন তিনি রাস্তায় খাবার বিক্রি করেন। আফগানিস্তানে তালিবান জমানায় এভাবেই কর্মক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে মুসার জীবনে। 

বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ সঞ্চালনা করে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি। তাঁর এই বিপর্যয়ে টনক নড়েছে অনেকের। সরকারি চ্যানেলে তাঁকে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন ন্যাশনাল রেডিও অ্যান্ড টিভির ডিরেক্টর জেনারেল আবদুল্লা ওয়াসিক। তাঁর ট্যুইট, 'বেসরকারি টিভি চ্যানেলের ওই সাংবাদিক চাইলে আফগান চ্যানেলে কাজ করতে পারেন।’

কীভাবে সামনে এল মুসার কাহিনী?

পূর্বতন হামিদ কারজাই সরকারের আমলে কাজ করতেন কবির হামাল। তালিবান শাসনের দুর্দশার চিত্র তুলে ধরতে গিয়েই মুসার ছবি সামনে আনেন তিনি। লেখেন, জানিনা কত প্রতিভাবান কাজ হারিয়ে এখন নিদারুণ অর্থকষ্টে রয়েছেন। এই নিয়ে তাঁর টুইট, ‘কয়েক বছর ধরে বিভিন্ন টিভি চ্যানেলে রিপোর্টিং এবং সংবাদ সঞ্চালনা করেছেন মুসা মহম্মদি। এখন পরিবারকে ভরণপোষণের অর্থ তাঁর নেই। তাই অর্থের জন্য রাস্তার ধারে খাবার বিক্রি করছেন। অফগান সরকারের পতনের পরেই অবর্ণনীয় দারিদ্র নেমে এসেছে আফগানিস্তানে।’


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ