Yasin Malik: ইয়াসিন মালিকের সাজা নিয়ে ইসলামিক দেশগুলির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল্লির

india-criticises-oic-iphrc-for-comments-on-court-ruling-on-yasin-malik

Yasin Malik: ইয়াসিন মালিকের সাজা নিয়ে ইসলামিক দেশগুলির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল্লির 

জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে (Yasin Malik) বুধবার যাবজ্জীবন সাজা এবং ১০ লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লির বিশেষ এনআইএ আদালত (Court Ruling)। সন্ত্রাসে আর্থিক মদতের জন্যই এই সাজা। এরপরেই এই সাজার সমালোচনায় সরব হয়েছে ওআইসি-ইন্ডিপেনডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিশন (Independent Permanent Human Rights Commission) ওআইসি-আইপিএইচআরসি (OIC IPHRC )। ভারতের পক্ষ থেকে সেই সমালোচনাকে (Criticises) ‘অনভিপ্রেত’ বলে জানানো হয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চায় গোটা বিশ্ব। আবার তারাই জঙ্গির সাজার সমালোচনা করে। তিনি বলেন, ওআইসি-আইপিএইচআরসি যেন কোনওভাবে জঙ্গিদের সমর্থন না করে। 

দ্ব্যর্থহীন ভাষায় বাগচী বলেন, ‘ইয়াসিন মালিক মামলায় আদালতের রায় নিয়ে যে মন্তব্য ওআইসি-আইপিএইচআরসি করেছে তা অনভিপ্রেত। এই মন্তব্যের মধ্য দিয়ে ওআইসি-আইপিএইচআরসি আসলে ইয়াসিন মালিকের জঙ্গি কার্যকলাপকে সমর্থন করেছে। তার জঙ্গি কার্যকলাপের সমস্ত তথ্য প্রমাণ আদালতের হাতে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে কোনও আপোস চায় না বিশ্ব। তাই ওআইসি-আইপিএইচআরসির কাছে আমাদের অনুরোধ কোনওভাবেই এদের কাজকর্মের প্রতি কোনও সমর্থন জানাবেন না।’ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ