Indian Chess Star: বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে আবার হারাল ভারতের কিশোর প্রজ্ঞানন্দ

Indian-Chess-Palyer-Praggnanandhaa-Beat-Carlsen-Once-Again

Indian Chess Star: বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে আবার হারাল ভারতের কিশোর প্রজ্ঞানন্দ

বিশ্বনাথন আনন্দের পর আবার বিশ্বশাসন করার মত দাবা প্রতিভা পেয়ে গেল ভারত। বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনক (Carlsen) যেভাবে হারাল ভারতের কিশোর প্রতিভা আর প্রজ্ঞানন্দ, তাতে এই আশা করাই যায়। এই নিয়ে এক বছরের মধ্যে কার্লসেনকে দু’বার হারাল (Beat) প্রজ্ঞানন্দ (Praggnanandhaa)। বয়স মাত্র ১৬ বছর। এর মধ্যেই দাবার নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে সে। চেসেবল মাস্টারস (Chessable Masters) প্রতিযোগিতা চলছে ভার্চুয়ালি। বিশ্বের ১৬ জন খেলোয়াড় তাতে অংশ নিয়েছেন। ভারতের হয়ে তাতে অংশ নিয়েছে প্রজ্ঞানন্দ। শুক্রবার পঞ্চম রাউন্ডের খেলা চলছিল। কার্লসেন এবং প্রজ্ঞানন্দ কেউ কাউকে ছাড়ার পাত্র নন। সবাই ধরেই নিয়েছিল, ম্যাচ ড্র হতে চলেছে। সেই অবস্থায়  ৪০তম চালে ভুল করে বসেন কার্লসেন। আর দেরি করেনি কিশোরা প্রজ্ঞানন্দ। হারিয়ে দেন কার্লসেনকে। 

এই ফেব্রুয়ারিতেই এয়ারথিংস মাস্টারস অনলাইন র‌্যাপিড প্রতিযোগিতাতেই কার্লসেনকে হারিয়েছিল প্রজ্ঞানন্দ। 

দ্বিতীয় দিনের শেষে চেসেবল মাস্টারস প্রতযোগিতায় কার্লসেন রয়েছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ১৫। অন্যদিকে প্রজ্ঞানন্দ রয়েছে পঞ্চম স্থানে। তার সংগ্রহ ১২ পয়েন্ট। প্রথম স্থানে রয়েছে চীনের ওয়াই ই। তাঁর পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে রয়েছেন ১৫ পয়েন্ট পাওয়া ডেভিড অ্যান্টন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ