Woman Incentive: মমতাকে অনুসরণ করতে গিয়ে কর্নাটকে ফ্যাসাদে কংগ্রেস| শুরু শাশুড়ি-বউমার লড়াই

Bengali News Click

মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করা যে সহজ কাজ নয়, তা হারেহারে বুঝতে পেরেছে কর্নাটক (karnataka) কংগ্রেস। ভোটে জিতলে পরিবারের প্রধান মহিলা সদস্যকে (woman head) মাসে ২ হাজার টাকা করে দেওয়ার কথা (incentive) ঘোষণা করেছিল কংগ্রেস। কিছুটা মমতার 'লক্ষ্মীর ভাণ্ডারে'র আদলে কংগ্রেসের এই 'গ্রুহ লক্ষ্মী' প্রকল্প। কর্নাটকে ভোটে জিতে এবার সেই প্রতিশ্রুতি পালন করতে গিয়েই চাপে পড়ে গিয়েছে কংগ্রেস সরকার। ঘরে ঘরে এখন শ্বাস-বহুর দ্বন্দ্ব। পরিবারের প্রধান কে, তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই কূট প্রশ্নে বড় অসহায় দেখাচ্ছে কংগ্রেসকে। সিদ্দারামাইয়া সরকার বুঝে উঠতে পারছে না, কি করা উচিত।

এ প্রসঙ্গে কর্নাটকের শিশু এবং নারী কল্যাণমন্ত্রী লক্ষ্মী হেব্বেলকার বলেন, পরিবারকেই ঠিক করতে হবে, এই টাকা কে নেবেন। পরে বক্তব্য সংশোধন করে তিনি বলেন, 'ভারতীয় প্রথায় পরিবারের প্রধান মহিলা হলেন শাশুড়ি। তাই মাসে ২ হাজার টাকা তাঁরই পাওয়া উচিত।' একই মত কর্নাটকের পূর্তমন্ত্রী সতীশ জারকোহলিরও। তবে বিষয়টির নিষ্পত্তি এত সহজ নয়। কারণ, বিপরীত যুক্তিও রয়েছে। সমাজকর্মী সি নাগরত্নের মতে, 'পরিবারের প্রধান কে, এই প্রশ্নের মীমাংসা এত সহজ নয়। এই টাকা শাশুড়ি এবং বউমা- দু'জনকেই ভাগ করে দেওয়া উচিত। এতে পরিবারের মধ্যে সমস্যা কাটবে।' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ