WestBengal TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ। পরীক্ষার্থীদের কিছু পরামর্শ

Bengali News Click

প্রায় আধ দশক পর পশ্চিমবঙ্গে প্রাথমিকে শিক্ষক নিয়োগে রবিবার টেট পরীক্ষা হতে চলেছে। শেষবার পরীক্ষা হয়েছিল ২০১৭ সালে। এআার ১১ হাজার শূন্যপদের জন্য মোট পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষের কাছাকাছি বলে পর্যদ সূত্রে জানানো হয়েছে।  অভিভাবক, পরীক্ষার্থী মিলিয়ে প্রায় ১০ লক্ষ মানুষ রবিবার পথে নামবেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্ততির আশ্বাস দেওয়া হয়েছে। দুপুর ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা চললেও পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। এরপর হবে নানাবিধ চেকিং। সর্বভারতীয় পরীক্ষার মতোই হবে চেকিং। চেকিং-এ ফেল করলে এবার পরীক্ষা দেওয়া যাবে না। তাই সাবধান। মনে রাখবেন--

  • সোনার গয়না, ঘড়ি পরে এবার পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
  • অ্যাডমিট কার্ড অবশ্যই নেবেন। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে একটি পরিচয়পত্র হিসেবে সঙ্গে রাখবেন। 
  • অ্যাডমিট কার্ড, এবং পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে। 

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, রবিবার পথে নামবে ২ হাজারের বেশি সরকারি বাস। এছাড়া রবিবার ছুটির দিন হলেও অন্যান্য দিনের মতো ৩৬ হাজার বেসরকারি বাস রাস্তায় থাকবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ