PETA Sex: পৃথিবী রক্ষায় মাংশাসী পুরুষের সঙ্গে যৌনতায় মাততে মহিলাদের নিষেধ করছে পেটা!

peta-wants-women-not-having-sex-with-men-who-eat-meat-to-save-the-world

যত নষ্টের গোড়া এই পুরুষরা (men)। পরিবেশ ধ্বংস থেকে পশুদের ওপর অত্যাচার। সবের মূলে এই পুরুষরাই। অগত্যা পুরুষদের সবক শেখাতে মহিলাদের (women) এগিয়ে আসতে বলল পশুপ্রেমী সংগঠন পেটা (peta)। মহিলাদের প্রতি পেটার পরামর্শটিও অদ্ভুত— মাংশাসী (who eat meat) পুরুষদের সঙ্গে যৌনতায় না (not having sex) বলা। এতেই নাকি বাঁচবে (save) পৃথিবী (world)। 

পেটার মতে, মহিলাদের তুলনায় অনেক বেশি মাংস খায় পুরুষরা। এই মাংসের কারণে পৃথিবীতে কার্বন বাড়ে। দূষিত হয় পৃথিবী। এ প্রসঙ্গে পেটার হাতিয়ার প্লস ওয়ান (PLOS ONE) নামে জার্নালের একটি প্রতিবেদন। তাতে বলা হয়েছে, পুরুষের মাংস খাওয়ার কারণে পৃথিবীতে ৪১ শতাংশ গ্রিন হাউস নিঃসরণ বাড়ে। এতে পরিবেশের ক্ষতি হয়। পেটা জানিয়েছে, ‘পুরুষকেই তাদের কুকীর্তির দায় নিতে হবে।’ 

মাংস ভক্ষণের একটি চিত্র তুলে ধরেছে পেটা। তাতে বলা হয়েছে, ‘শহরতলিতে প্রায়ই দেখা যায় হাতে বিয়ারের বোতল হাতে নিয়ে গ্যাস জ্বালিয়ে সসেজ রান্না করছে পুরুষ। তাদের আস্ফালনও স্পষ্ট হয়ে ওঠে। নিজেদের এবং অন্যান্য পুরুষদের পক্ষ থেকে পৌরুষ দেখাতেই তারা এমনটা করে।’ পেটার মতে, এতে শুধু পশুদেরই ক্ষতি হয় না, ক্ষতি হয় পৃথিবীরও। টাইমস রেডিওকে পুষ্ঠিবিদ ডাঃ ক্যারিয়াস বেনেট বলেন, পুরুষ এবং নারীর খাবারের অভ্যাসের ভিন্নতায় দূষণ বাড়ে। পেটার জার্মান শাখার আবার প্রশাসনের কাছে দাবি, মহিলাদের থেকে মাংশাসী পুরুষদের ৪১ শতাংশ কর বেশি নেওয়া হোক।

পেটার এই দাবি নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় মশকরা শুরু হয়েছে। এই নিয়ে এক নেটনাগরিকের টুইট, ‘মাংশাসী মহিলার সঙ্গে পুরুষ যদি যৌন মিলন না চায়, তবে কী হবে? পেটা এখন সেক্সিস্ট হয়ে গিয়েছে।’ একজনের আবার সরস মন্তব্য, ‘যৌনতা কোনও অস্ত্র হতে পারে না। পুরুষ আমাদের শত্রু নয়। পেটা তুমি নীচ।’ 

আরও পড়ুন: উদার হচ্ছে পুরুষ| দুরন্ত সময়ে স্ত্রীর ‘না’কেও সম্মান জানাচ্ছে হি-ম্যান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ