ManEater Tiger: ওরে বাবা| এ যে মানুষ খেকো বাঘ

man-eater-tiger-returns-villagers-worried

তার পেটে গিয়েছে হাফ ডজন মানুষ। আবার সে ফিরেছে (return)। আরও শিকারের নেশায় ঘুরে বেড়াচ্ছে সে। আর সেই মানুষ খেকো (man eater) বাঘের (tiger) ভয়ে ঘুম উড়েছে (worried) বিহারের পশ্চিম চম্পারণের বাল্মীকি টাইগার রিজার্ভ অভয়ারণ্য সংলগ্ন এলাকার মানুষজন (villager)। রামনগর ব্লকের মানুষদের দাবি, জঙ্গল ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সেই মানুষখেকো বাঘ। বন দপ্তরের অবশ্য দাবি বাঘটি জঙ্গলেই আছে। তবে তাতে আতঙ্ক কাটছে না স্থানীয়দের। বাধ্য হয়ে এলাকায় নজরদারি শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয়দের সঙ্গে নিয়ে আখের খেতে বাঘের খোঁজ শুরু করেছে বন দপ্তরের লোকজন। ড্রোনের ক্যামেরায় অবশ্য বাঘের উপস্থিতি ধরা পড়েছে। এই পর্যন্তই। বাঘ কিন্তু অধরা।

বাঘের সন্ধানে প্রশাসনের প্রস্ততি তাক লাগানো। কী নেই সেখানে?

  • হায়দরাবাদ থেকে আনা হয়েছে শার্প শ্যুটার শাফাত আলি খানকে।
  • রয়েছেন বন দপ্তরের আধিকারিক ও ওয়াইল্ড লাইফ রেসকিউয়াররা। চারদিন ধরে বাল্মীকি টাইগার রিজার্ভে তাঁরা নজর রাখছেন।
  • তল্লাশি এবং উদ্ধারকারি দলের সঙ্গে রয়েছে ঘুম পাড়ানি বন্দুক, প্রশিক্ষিত হাতি এবং খাঁচা।

টাইগার রিজার্ভের সংরক্ষক তথা বণ্যপ্রাণকর্মী নাসামণি কে বলেন, বুধবার রাতে বাঘটি মাসানি নদীর কাছে কর্মীদের ঘাঁটির খুব কাছ দিয়ে চলে গিয়েছে। তিনি বলেন, 'আমাদের ক্যাম্পের কাছেই বাঘের পায়ের ছাপ মিলেছে।' 

স্থানীয় বাসিন্দা অনিল কুমার যাদব বলেন, 'এই গ্রামে ৫০টি পরিবার রয়েছে। চারদিকে জঙ্গল ও নদি। গত বছর বাঘের আক্রমণে একজনের মৃত্যু হয়। এই গ্রামে থাকা সবসময় ঝুঁকির।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ