Teacher Blacken: এ কেমন শিক্ষক| ক্লাসে পড়ুয়াদের নোংরা ভিডিও দেখায়?

teacher-allegedly-shows-porn-to-girls-locals-blacken-his-face

একমাসও হয়নি। দেশজুড়ে মহা সমারোহে পালিত হয়েছে শিক্ষক (teacher) দিবস। এরমধ্যেই এক শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে ছাত্রীদের (girls) পর্নোগ্রাফি (porn) দেখানোর অভিযোগ সামনে এল। অভিযোগ সামনে আসার পরেই অভিযুক্ত শিক্ষকের মুখে কালি (blacken) ছিটিয়ে দেন পড়ুয়াদের অভিভাবকরা। শুধু তাই নয়, তাঁকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরোনো হয়।

বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভুম জেলায়। নাওমুণ্ডি ব্লকের ওই স্কুলের অন্তত ছ’জন পড়ুয়া তাদের অভিভাবকদের জানান ওই শিক্ষক তাঁদের ক্লাসের মধ্যে পর্নোগ্রাফি দেখিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের গায়ে অশাালিনভাবে. হাত বুলিয়েছেন। এরপরেই বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্ষুব্ধ অবিভাবকদের অভিযোগ, তাঁদের লিখিত অভিযোগ দায়েরের পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এরপরেই গ্রামবাসীরা নিজেরাই বৈঠকে বসেন। এরপর ওই অভিযুক্ত শিক্ষককে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথমে ওই শিক্ষকের মুখে কালি ছেটানো হয়। এরপর তাঁর গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ওই শিক্ষককে রেল স্টেশনের দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর তাঁকে উদ্ধার করে পুলিশ। এরপর ওই শিক্ষককে জেলে ভরার দাবিতে পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। 

কিরিবুরুর সার্কেল ইনসপেক্টর বীরেন্দ্র এক্কা বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ