P V Sindhu: সিন্ধুর প্রশংসা ওয়ার্নারের| কী বললেন স্ত্রী

david-warner-praises-sindhu-wife-candice-reacts

অলিম্পিকে রূপো, ব্রোঞ্জ রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু কমনওয়েলথ গেমসে সোনা পাওয়ার পর পি ভি সিন্ধুকে (sindhu) নিয়ে ধন্য ধন্য পড়ে গিয়েছে। ধারেভারে অলিম্পিকের সঙ্গে কোনও তুলনাই হয় না কমনওয়েলথের। তবু সোনা তো সোনাই। আর তাঁর প্রশংসা (praises) করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড (david rarner) ওয়ার্নার। বিশ্বের সাত নম্বর সিন্ধুর প্রশংসায় ওয়ার্নার লেখেন, 'সাবাশ। দুরন্ত সাফল্য। শেষ কথা।' সঙ্গে সিন্ধুর কমনওয়েলথ বিজয়ী সোনার মেডেল গলার ছবি। এরপরেই সেই পোস্টের রিঅ্যাক্ট করেছেন ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস। কি লিখেছেন? ওয়ার্নারের পোস্টের উত্তরে ক্যানডিস (candice) লেখেন, 'কী ভাল।'

২০১৪ সালে প্রথমবার কমনওয়েলথে অংশ নেন সিন্ধু। ২০১৮ সালে মিক্সড টিমের সদস্য সিন্ধু সোনা পান। সোমবার কানাডার খেলোয়াড় বিশ্বের ১৩ নম্বর মিখাইল লিকে ২১-১৫, ২১-১৩ সেটে হারিয়ে দেন। সোনাজয়ী সিন্ধু বলেন, 'এর জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি। এখন আমি অত্যন্ত সুখী।' সোনা জয়ের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সিন্ধু। তিনি আরও বলেন, 'শেষ পর্যন্ত পারলাম। নিজের ইচ্ছাশক্তিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হয়েছে। আত্মবিশ্বাসী ছিলাম।' 

লি কে মোটেই হাল্কাভাবে নেননি সিন্ধু। জানিয়েছেন, 'আমরা একে অপরের খেলা জানি। সহজে কোনও পয়েন্ট পাইনি। প্রতি পয়েন্টের জন্য আমাকে লড়াই করতে হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ