JEE Main Result: জেইই মেন সেশন ১ পরীক্ষার ফল প্রকাশিত| জানুন ফল

jee-main-result-2022-declared-live-june-session-1-scorecard

JEE Main Result: জেইই মেন সেশন ১ পরীক্ষার ফল প্রকাশিত| জানুন ফল

প্রকাশিত হল জেইই মেন (jee main result)  সেশন ১ (session 1) পরীক্ষার ফলাফল (declared)। রবিবার মধ্যরাতে জুন (june) মাসে নেওয়া পরীক্ষার ফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। সংস্থার সরকারি ওয়েবসাইট  jeemain.nta.nic.in তে এই ফল প্রকাশিত হয়েছে। উল্লেখ্য গত বুধবার ৬ জুলাই সব শিফ্টের উত্তরপত্র প্রকাশ করেছে NTA। অনেকগুলি শিফ্টে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই উত্তরপত্র প্রকাশ করা হয়েছে বলে NTA জানিয়েছে। ফল জানতে ক্লিক করুন এই লিঙ্কে: জানুন ফল

নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার দু'টি মাল্টিপল চয়েস প্রশ্নের ভুল উত্তর দিলে এক নম্বর নেগেটিভ মার্কিং হবে। অর্থাৎ নম্বর কাটা যাবে। যদি দুইয়ের বেশি পরীক্ষার্থী একই নম্বর পেয়ে থাকেন, সেক্ষেত্রে টাই কাটাতে টাই ব্রেকিং নিয়ম প্রয়োগ করা হবে।
জেইই মেন সেশন ২ পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আজ থেকেই রেজিস্ট্রি করতে পারবেন যোগ্য পরীক্ষার্থীরা। jeemain.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করা যাবে। চলতি মাসের ২১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ