Monkey Pox: উপসর্গ একই| দেশে প্রথম মাঙ্কিপক্স? সম্ভাবনা জোড়াল

symptoms-of-monkey-pox-found-in-uttarpradesh-ghaziabad

Monkey Pox: উপসর্গ একই| দেশে প্রথম মাঙ্কিপক্স? সম্ভাবনা জোড়াল

উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদের (Ghaziabad) একটি বেসরকারি হাসপাতালে এক নাবালিকা ভর্তি হয়েছে। তার শরীরে মাঙ্কিপক্সের (Monkeypox)  মতো উপসর্গ (Symptoms) রয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের কর্তাদের সতর্ক করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে অবশ্য এখনও মাঙ্কিপক্স আক্রান্তের কথা স্বীকার করা হয়নি। তবে ওই আক্রান্তের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুণেতে ভাইরোলজি ইনস্টিটিউটে (NIV) পাঠানো হয়েছে।

হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডাঃ বিপি ত্যাগী বলেন, শ্রবণ সমস্যা রয়েছে এমন এক নাবালিকাকে তাঁর কাছে আনা হয়েছিল। তার গায়ে বসন্তের গুটি লক্ষ্য করেন বলে তিনি জানিয়েছেন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যদপ্তরে খবর দেওয়া হয়। নাবালিকাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের আরও দু'জনের একই উপসর্গ ছিল। তারা সুস্থ হয়ে উঠেছে। 

মাঙ্কিপক্স কি (What is Monkeypox?)

মাঙ্কিপক্স এক ধরনের জুনোটিক রোগ (Zoonotic disease) যেটি পশু এবং মানুষের মধ্যে ছড়ায়। জ্বর, ভিন্ন দরনের ফুসকুড়ি এবং গুটি বসন্তের মতো গুটি বেরয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  WHO জানিয়েছে।

 আরও পড়ুন:জানুন মাঙ্কিপক্সের ইতিহাস| কেন এটা বিপজ্জনক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ