Gujrat Riot: আদালতের রায়ের জন্য অপেক্ষা করেছেন মোদি, নাটক করেননি| অমিত শাহ

he-felt-pain-amit-shah-calls-charges-against-narendra-modi

Gujrat Riot: আদালতের রায়ের জন্য অপেক্ষা করেছেন মোদি, নাটক করেননি| অমিত শাহ

গুজরাট দাঙ্গা নিয়ে প্রয়াত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির করা মামলায় (charge) ছাড়পত্র পেয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই নিয়ে সন্তোষ বিজেপিতে। এবার সেই সুরেই কংগ্রেসকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, কোনও রকম প্রতিবাদ না করে ১৮-১৯ বছর ধরে তিনি আইনি লড়াই চালিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধীকে ইডির জেরার সময় কংগ্রেস নেতা-কর্মীরা দেশজুড়ে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে নাটক বলে উল্লেখ করেছেন অমিত শাহ। 

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন মোদির বিরুদ্ধে সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাঁর কথায়, ‘ওঁর মত বড় মাপের নেতা ১৮-১৯ বছর ধরে কোনও মন্তব্য না করে লড়াই চালিয়ে গিয়েছেন। ভগবান শিবের মতো বিষপান করেছেন। আমি খুব কাছে থেকে ওঁর কষ্ট লক্ষ্য করেছি। কেবল তীব্র মনের জোর থাকা নেতার পক্ষেই বিচারাধীন  কোনও বিষয় নিয়ে মন্তব্য না করে এতদিন লড়াই করা সম্ভব।’ 

এ প্রসঙ্গে তিনি বিরোধীদের রাজনীতির প্রসঙ্গ এনেছেন। অমিত শাহ বলেন, ‘রাজনৈতিক মতাদর্শে চালিত সাংবাদিকরা, কিছু এনজিও এইসব প্রচার  করে চলেছে। এঁদের একটা প্রভাবশালী প্রচারমাধ্যম রয়েছে। তাই ওরা মিথ্যাকে সত্যের মত বিশ্বাস করিয়ে নেয়।’ এ প্রসঙ্গে জাকিয়া জাফরির প্রসঙ্গ আনেন তিনি। বলেন, ‘সুপ্রিম কোর্ট আজ বলেছে, কারও নির্দেশে কাজ করেছেন জাকিয়া। এনজিওর আবেদন স্বাক্ষর করা অনেকেই জানেন না আসল ঘটনাটি কি। সবাই জানে তিস্তা শীতলবাদের এনজিও এইসব কাজ করেছে। সে সময় ক্ষমতাসীন ইউপিএ সরকার ওই এনজিওকে সহায়তা করেছে।’ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ