Maharastra Crisis: বিধায়ক নিয়ে গুজরাত পারি মন্ত্রীর| আরও এক বিজেপি সরকার?

Maharashtra-mva-govt-in-crisis-no-problem-says-uddhav

Maharastra Crisis: বিধায়ক নিয়ে গুজরাত পারি মন্ত্রীর| আরও এক বিজেপি সরকার?

মহারাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থা। শিবসেনা নেতা একনাথ শিন্ডে ২১ বিধায়ক নিয়ে পারি দিয়েছেন বিজেপি শাসিত গুজরাটে। সুরাটে আশ্রয় নিয়েছেন তিনি। অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি শিবসেনা নেতৃত্ব। অবশেষে তাঁর সঙ্গে দেখা করতে সুরাট রওনা হয়েছেন শিবসেনা প্রতিনিধিরা। এই অবস্থায় মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে জানিয়েছেন, সরকারে কোনও সমস্যা নেই। সকলে এখন তাকিয়ে প্রবীণ রাজনীতিক এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের দিকে। মহারাষ্ট্র বিকাশ আগারি জোট সরকারকে বাঁচাতে রাজনীতির চাণক্য কোন নিদান দেন সেটাই দেখার,। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে শারদ এখন দিল্লিতে। মঙ্গলবার বিকেলে মুম্বই ফিরে তাঁর বৈঠক করার কথা। 

বহুদিন ধরেই বিজেপি সহ অন্যান্য বিরোধীরা বলে আসছিল, সরকার চালাতে গিয়ে হিন্দুত্বের সঙ্গে আপোষ করছে শিবসেনা। সেই বিষয়টিই খুঁচিয়ে তুলেছেন একনাথ। এই নিয়ে তাঁর ট্যুইট, 'বালাসাহেব আমাদের হিন্দুত্ব শিখিয়েছেন। আমরা কখনও তা ভুলতে পারি না।' রাজনৈতিক মহলের মতে, একনাথের সমর্থকদের সমর্থনে আরও একবার মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে বিজেপি। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ