Tomato Flu: রোগের নাম টমেটো ফ্লু| শিশুদের জন্য চিন্তার কারণ কতটা?

tomato-flu-symptoms-causes-preventions

Tomato Flu: রোগের নাম টমেটো ফ্লু| শিশুদের জন্য চিন্তার কারণ কতটা?

কেরলে বাড়ছে টমেটো ফ্লু (Tomato Flu)। এখনও পর্যন্ত ৮০টি শিশু এই সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা, এই রোগ মহামারির আকার ধারণ করতে পারে। মহামারির আশঙ্কায় কোয়েম্বাটোর, তামিলনাড়ুতে নজরদারি শুরু হয়েছে। এই অবস্থায় সকলের সতর্ক হওয়ার সময় এসেছে। উজালা  সিগনাস গ্রুপের প্রতিষ্ঠাতা ডাঃ সুচিনা বাজাজ বলেন, 'টমেটো ফ্লুতে আক্রান্তদের একধরণের অজানা জ্বর হচ্ছে। কেরলে এই রোগ দেখা যাচ্ছে। ৫ বছরের কম বয়সিরা এতে আক্রান্ত হচ্ছে।' এই রোগে লাল রংয়ের ফোস্কা হয়। দেখতে অনেকটা টমেটোর মতো। তাই রোগের নাম টমেটো ফ্লু।

উপসর্গ (Symptoms)

ত্বকে র ্যাশ, ফোসকা, চুলকানি, পেটের রোগ দীর্ঘদিন না সারাটা টমেটো ফ্লুর প্রাথমিক লক্ষণ। তাছাড়া জ্বর তো রয়েইছে। এছাড়া পেট ব্যথা, বমি, ডায়েরিয়া। দুর্বলতা, জয়েন্টে ব্যথাও টমেটো ফ্লুর লক্ষণ।

কোথা থেকে এই রোগ ছড়াচ্ছে? (Causes of Tomato Flu)

এই নিয়ে চিকিৎসকরাও অন্ধকারে। ভাইরাল ফিভার, চিকুনগুনিয়া বা ডেঙ্গু থেকে এই রোগ ছড়াচ্ছে কি না, তা নিয়ে নিশ্চিত নন চিকিৎসকরা। 

নিরাময় ও চিকিৎসা (Prevention and treatment)

ত্বকে ফোস্কা হলে চুলকাতে দেবেন না শিশুকে। তাহলে আরও বিপদ।

বিশ্রাম দরকার। পর্যাপ্ত ঘুম। জলযুক্ত খাবার।

উপসর্গ দেখলেই চিকিৎসকের কাছে যান।

সংক্রামক রোগ। তাই আক্রান্তকে আইসোলেশনে রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ