India's New Army Chief Is An Engineer: ভারতের নতুন সেনাপ্রধান একজন ইঞ্জিনিয়ার

India's New Army Chief Is An Engineer: ভারতের নতুন সেনাপ্রধান একজন ইঞ্জিনিয়ার

Manoj-Pande


দেশের পরবর্তী সেনাপ্রধান (Army Chief) হচ্ছেন ভাইস লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে (Manoj Pande)। চলতি মাসের শেষে অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান এমএম নারাভানে। এরপরই সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পান্ডে। ইঞ্জিনিয়ার (Engineer) হিসেবে পড়াশেনা শেষ করে পান্ডে ১৯৮২-র ডিসেম্বরে সেনায় যোগ দেন। পরবর্তী সময়ে কঠোর নিষ্ঠা ও কৃতিত্বের পরিচয় দেন। 

২০২০ জুন থেকে ২০২১ মে পর্যন্ত আন্দামান ও নিকোবরের কনান্ডার ইন চিফ হিসেবে কাজ করেছেন। পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন। 

সূত্রের খবর, নারাভানেকে পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ (Chief Of Defence Staff) হিসেবে নিয়োগের চিন্তাভাবনা করছে মোদি সরকার। বিপিন রাওয়াতের দুর্ঘটনায় মৃত্যুর পর ওই পদ ফাঁকা রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ