Kalboishakhi May Hit West Bengal: ধেয়ে আসছে কালবৈশাখী| গরম থেকে স্বস্তি

Kalboishakhi May Hit West Bengal: ধেয়ে আসছে কালবৈশাখী| গরম থেকে স্বস্তি 

Rain Hit West Bengal


সকালটা শুরু হচ্ছে গরম দিয়ে। বেলা যত বাড়ছে, ততই হাঁসফাঁস অবস্থা। চাতক পাখির মতোই একটু বৃষ্টির অপেক্ষায় বসে বঙ্গবাসী। রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। অবশেষে কলকাতার হাওয়া অফিস জানাল, আসছে। সে আসছে। বৃষ্টি আসছে। বৃহস্পতিবারের মধ্যে কালবৈশাখী ধরা দেবে বঙ্গে। 

কোন কোন জেলায় বৃষ্টি?

আলিপুর আবহাওয়া অফিস (Alipur Weather Office) বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী হবে বলে জানিয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বর্ধমান জেলার বড় অংশে ঝড়বৃষ্টি হবে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গ বৃষ্টি প্রত্যাশায় বসে থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। ২০ এপ্রিলের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

চলতে পারে তাপপ্রবাহ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

কেমন থাকবে কল্লোলিনী কলকাতা?

আবহাওয়া পরিস্থিতির কোনও উন্নতির সম্ভাবনা নেই। তাই আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ