Special Number: মোটর সাইকেলের জন্য বিশেষ নাম্বার পেতে ১৫ লক্ষ দিলেন এই ব্যক্তি

Bengali  News Click


মোটর সাইকেল নিয়ে মানুষের স্বপ্নের শেষ নেই। গতির জাদুতে মজে কত কত টাকা যে মানুষ খরচ করে। চণ্ডীগড়ের বাসিন্দা ব্রিজ মোহন এঁদের মধ্যে পড়েন না। তিনি মজে সংখ্যায়। তাই ৭১ হাজার টাকার স্কুটির জন্য খশিয়েছেন ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা! ভাবা যায়!

মনমোত নাম্বার পেতে সাধারণত উচ্চবিত্তরাই গাঁটের কড়ি খরচ করেন। মনের মতো গাড়ি সঙ্গে পছন্দসই নম্বর। আর কি চাই। ব্রিজ মোহন কিন্তু সাধারণ ব্যবসায়ী। তাই একাত্তর হাজার টাকায় স্কুটি কিনেছেন। 

কীভাবে স্পেশাল নাম্বার দেওয়া হয়?

জানা যাচ্ছে সংশ্লিষ্ট আরটিও-র পক্ষ থেকে বিশেষ নাম্বারের নিলাম করা হয়। গাড়ির প্লেটে যে নাম্বার থাকে, তা আসলে তার রেজিস্ট্রেশন নাম্বার। চণ্ডীগড় আরটিও-র পক্ষ থেকে CH-01-CJ-0001 নাম্বারটির জন্য নিলাম করা হয়। ব্রিজ মোহন এই নাম্বারটি পাওয়ার জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত ওঠেন। আর নাম্বারটি পেয়ে যান। কিন্তু ব্রজ মোহন যখন বলেন, তাঁর হোন্ডা অ্যাক্টিভার জন্য এই নাম্বারটি নিচ্ছেন, তখন আরটিও কর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ