Alipore Weather Office Forecasts Rain In South Bengal: দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি| জানাল হাওয়া অফিস

Alipore Weather Office Forecasts Rain In South Bengal: দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি| জানাল হাওয়া অফিস

Rain in south bengal

ফটিক জল নয়। বৃষ্টির (Rain) জলের অপেক্ষা দক্ষিণবঙ্গ জুড়ে। প্রতিদিনই মনে হচ্ছে আজ বেশি গরম। এই তীব্র গরমকে একমাত্র কাবু করতে পারে কালবৈশাখী। কিন্তু তার দেখা কই। অবশেষে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office) জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টি হতে পারে। অর্থাৎ অপেক্ষার তিনদিন। তার আগে কেমন থাকবে আবহাওয়া? শনিবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। তার আগে অবশ্য দক্ষিণবঙ্গকে (South Bengal) গরমে সিদ্ধই হতে হচ্ছে। 

এদিকে পাঁচ রাজ্যে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। রাজ্যগুলি হল- দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং ওড়িশা। বলা হয়েছে এই রাজ্যগুলিতে আাগামী পাঁচদিনে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এখানেই শেষ নয়, এর পরে আরও ২ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। এছাড়াও উত্তর পশ্চিম ভারতের একটা বড় অংশে তাপপ্রবাহ চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ