TMC Leader Krishna Kalyani Dies: প্রয়াত তৃণমৃল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী

North Bengal TMC Leader Krishna Kalyani Dies: প্রয়াত জলপাইগুড়ি জেলার তিনবারের তণমূল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী (Krishna Kalyani)। 

North Bengal TMC Leader Krishna Kalyani Dies


চা শিল্পপতি কিষ্ণকুমার কিষাণ নামে পরিচিত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। করোনা থেকে সেরে উঠেছিলেন। তবে আবার পোস্ট কোভিড নানা শারীরিক উপসর্গে কাহিল ছিলেন। 

মঙ্গলবার সকালে আবার শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে  জানানো হয়েছে, তাঁকে মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল। সেই সুযোগ আর তিনি দিলেন না। প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরে উত্থান কিষাণের। পরে তৃণমৃলে যোগ দেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ