UP Govt Cuts Lunch Time: কর্মীদের লাঞ্চের সময় অর্ধেক করল সরকার

UP Govt Cuts Lunch Time: কর্মীদের লাঞ্চের সময় অর্ধেক করল সরকার

UP Govt Cuts Lunch Time To Half Hour


সরকারি চাকরি মানেই ঢিলেঢালা কাজ। নির্দিষ্ট সময়ে কাজ না করলেও চলে। অনন্ত অবসর আর সুখের জীবন মানেই সরকারি চাকরি। এবার চলতি এই ধারণা বদলাতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি কর্মীদের দুপুরের অবকাশের সময় অর্ধেক কমিয়ে আধঘণ্টা করেছেন তিনি। এখন দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত লাঞ্চ ব্রেক পাবেন উত্তরপ্রদেশের সরকারি কর্মীরা। আগে কোনও কাজে সরকারি অফিসে গেলে কোনও কারণে ১টা বাজলেই এক ঘণ্টার অনন্ত অপেক্ষা। উত্তরপ্রদেশে অন্তত এই চেনা চিত্রের অবসান হতে চলেছে। 

সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ আসে, সরকারি কর্মীরা বেশিক্ষণ লাঞ্চ ব্রেক নিচ্ছেন। এতে কাজে ক্ষতি হচ্ছে।এরপরেই লাঞ্চ টাইম কমানো সংক্রান্ত নির্দেশিকা জারি করেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র। তাতে বলা হয়েছে, 'উত্তরপ্রদেশের সচিবালয়ে সপ্তাহে ৫দিন কাজের ঘোষণা করা হচ্ছে। সকাল সাড়ে ন'টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজের সময় নির্দিষ্ট করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের সদর দপ্তরেও এই নিয়ম প্রযোজ্য।' বিভিন্ন সরকারি দপ্তরে সারপ্রাইজ চেকিং করা হবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ