Mother-Son Suicide| TRS Leaders Arrested: আত্মঘাতী মা ও ছেলে, রাজনৈতিক দলের ৬ নেতা গ্রেপ্তার

Mother-Son Suicide| TRS Leaders Arrested: আত্মঘাতী মা ও ছেলে, রাজনৈতিক দলের ৬ নেতা গ্রেপ্তার

Mother-Son Suicide,TRS Leaders Arrested

তেলঙ্গানার কামারেড্ডিতে এক আবাসন ব্যবসায়ী এবং তাঁর মায়ের আত্মঘাতী হওয়ার ঘটনায় তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (TRS) ৬ নেতাকে গ্রেপ্তার করল পুলিস। গত ১৬ এপ্রিল কামারেড্ডির একটি হোটেলের ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন গঞ্জম সন্তোষ এবং তাঁর মা গঞ্জম পদ্মা। বেশ কয়েকজন টিএআরএস নেতা এবং সার্কল ইনসপেক্টরের হয়রানির জেরেই তাঁদের এই আত্মহত্যার পথ বেছে নেওয়া বলে জানিয়েছিলেন মা ও ছেলে (Mother-Son)। আত্মহত্যার আগে গঞ্জম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে সাতজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছিলেন সন্তোষ। সঙ্গে তাঁদের ছবিও প্রকাশ করেছিলেন। এঁদের মধ্যে ছিলেন রামায়মপেট পুরসভার চেয়ারপার্সন পাল্লে জিতেন্দ্র গৌড় সহ পাঁচ টিআরএস নেতা। তালিকায় ছিলেন সার্কল ইনসপেক্টর নাগার্জুন রেড্ডি। 
পুলিস জানিয়েছে, ‘সন্তোষ একটি স্যুইসইিড নোটও লিখেছেন। তাতে তিনি জানিয়েছেন এই লোকগুলি তাঁর ব্যবসার ক্ষতি করেছেন। তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছেন।’ পুলিস ইনসপেক্টরের বিরুদ্ধে সন্তোষের অভিযোগ, একটি মামলার তদন্তের জন তাঁর থেকে মোবাইল ফোনটি নিয়ে যান নাগার্জুন। মামলাটি খারিজ হয়ে গেলেও তাঁকে ফোনটি দিতে দেরি করা হয়। শুধু তাই নয়, ফোন ফেরানোর আগে সমস্ত স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়া হয়। এই সমস্ত তথ্য তিনি তুলে দেন স্থানীয় তেলঙ্গানা রাষ্ট্রসমিতির নেতাদের হাতে। 
আত্মহত্যার মামলা রুজু করে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ