Mamata BharatRatna: মমতাকে ভারতরত্ন দিতে হবে| দাবি এই বিধায়কের

Bengali News Click

মাঝে মাঝেই তিনি পুরস্কৃত হন। খোদ পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সাহিত্য পুরস্কার দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারের নানা প্রকল্প আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে এনেছে। এত সাফল্যের স্বীকৃতি হিসেবে মমতাকে ভারতরত্ন (bharatratna) দিতে হবে বলে দাবি করলেন বাগদার তৃণমূল বিধায়ক (tmc mla) বিশ্বজিৎ দাস। শনিবার উত্তর ২৪ পরগনার গোপালনগরে ছিল তৃণমূলের সভা। সেই ভরা সভা থেকেই মমতাকে ভারতরত্ন দেওয়ার দাবি করেন তিনি। বিশ্বজিৎ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব প্রকল্প জনমুখি। এর মধ্যে দুয়ারে সরকার রাষ্ট্রপতি ভবন থেকে প্রথম স্থান দখল করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্প বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ফলে উন্নয়নের নিরিখে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দিতে হবে।'

এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ তৃণমূলের বহু নেতা কর্মী। বিশ্বজিৎকে সমর্থন করে স্নেহাশিস বলেন, 'এটা ভালবাসার দাবি। আর তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যা রাজনৈতিক কর্মকাণ্ড বা লড়াই, তাতে আগামী দিনে তাঁকে নিয়ে গবেষণা হবে।' বিশ্বজিতের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, 'বিশ্বজিৎবাবুর সঙ্গে আমি একমত। তবে তাঁকে দুর্নীতির দিক থেকে শীর্ষে থাকার জন্য ভারতরত্ন দেওয়া উচিত। কারণ দুর্নীতি, স্বজনপোষণ সহ সব দিক দিয়ে কেউ যদি এগিয়ে থাকে এবং বাংলাকে শেষ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।' 

উল্লেখ্য, মমতাকে এর আগেও রানি রাসমণি, ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ