Eken Babu: একেনবাবুর স্রষ্টা সুজন দাশগুপ্তের রহস্যমৃত্যু

Bengali News Click

কত রহস্যের অলিগুলি যে তিনি উপহার দিয়েছেন। তাঁর সৃষ্টি একেনবাবু (eken babu) ওটিটির দৌলতে এখন ব্যাপক জনপ্রিয়। সেই একেনবাবুর স্রষ্টা (creator) সুজন দাশগুপ্ত (sujan dasgupta) আর নেই (is no more)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার কলকাতায় তাঁর নিজের বাড়িতে ঘুমের মধ্যেই সুজন দাশগুপ্তের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর স্ত্রী তখন সুজনবাবুর সঙ্গে ছিলে না। জানা গিয়েছে, তিনি এখন শান্তিনিকেতনে রয়েছেন। সকালে পরিচারিকা এসে কলিং বেল টিপে সাড়া পাননি। অগত্যা দরজা ভেঙে তাঁর দেহ বাইরে আনতে হয়। তাঁর মৃত্যুর খবর পেয়েই তাঁর বাইপাস সংলগ্ন বাড়িতে পৌঁছয়। এরপর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। 

মূলত তিনি আমেরিকায় থাকতেন। ৫০ বছর আমেরিকাতেই কাটিয়েছেন। 'দ্য একেন' ছবির জন্য কলকাতায় আসেন। সুরসিক সুজনবাবু এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর একেনবাবুর গল্পগুলি কেবল তিনি ও প্রুফরিডার পড়তেন। ওটিটির হাত ধরে তাই এখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে একেনবাবুর চরিত্রাভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলেন, 'বিশ্বাসই করতে পারছি না। সবকিছু গুলিয়ে যাচ্ছে।' 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ