Covid WestBengal: পশ্চিমবঙ্গে করোনা সতর্কতা জারি নিয়ে মমতা-বাবুল দ্বন্দ্ব প্রকাশ্যে

Bengali News Click

চীনে করোনার প্রকোপ বাড়ছে। ভারতেও করোনা সতর্কতা (covid restriction) জারি করেছে সতর্ক কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে (west bengal)আলাদা করে করোনা সতর্কতা জারি করা হবে কি না, তাই বিতর্ক দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যেখানে জানিয়েছেন, আলাদা করে করোনা সতর্কতার কোনও প্রয়োজন নেই। সেখানে পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় জানাচ্ছেন, দু’তিন দিনের মধ্যে পর্যটকদের জন্য করোনা বিধি চালু করা হবে। এতেই বিভ্রান্তি চরমে উঠেছে। এমনিতে রাজ্য মন্ত্রিসভায় মমতাই শেষ কথা। তবে গঙ্গাসাগর উপলক্ষে বহু মানুষ রাজ্যে আসেন। ইতিমধ্যে গঙ্গাসাগর উপলক্ষে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। তাঁদের জন্য আলাদা করে পর্যটন দপ্তর নির্দেশিকা জারি করলে, কী হবে তাই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিসমাস এবং গঙ্গাসাগর মেলা উপলক্ষে কোনও করোনা সতর্কতা জারি করছে না রাজ্য সরকার। ২০২০ এবং ২০২১ সালে যে স্বাস্থ্য সতর্কতা জারি ছিল, এবার তাই বহাল থাকছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনার প্রকোপ বাড়লে ব্যবস্থা নেওয়ার কথা ভাববে সরকার।’ এখনও পর্যন্ত রাজ্যে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিএফ-৭-এর অস্তিত্ব পশ্চিমবঙ্গে মেলেনি বলে মমতা জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমরা ভেবেছিলাম করোনা শেষ হয়ে গিয়েছে। আবার তা শুরু হয়েছে মূলত চীনে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। কমিটি তৈরি করা হয়েছে। তারা বিষয়টির তদারকি করছে।’

পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র মতামত সম্পূর্ণ বিপরীত। শুক্রবার জলপাইগুড়ির গজলডোবায় বাবুল বলেন, ‘অতীতে আমরা দেখেছি, করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পর্যটনের উপর। আজ থেকে বিমানবন্দরগুলিতে মাস্ক পরা শুরু হয়েছে। আগামী দু’তিন দিনের মধ্যে পর্যটকদের জন্য করোনার নির্দেশিকা জারি করা হবে।’ তিনি আরও বলেন, করোনাকে হাল্কাভাবে নেওয়া ঠিক হবে না। অতীতেও করোনা তার মারণ ক্ষমতা প্রমাণ করেছে। তবে করোনা বিধি মানলে সব ঠিক হয়ে যাবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ