Leena Nagwanshi: তুনিশা শর্মার পর এবার রহস্যমৃত্যু অভিনেত্রী লীনা নাগবংশীর

Bengali News Click

অভিনয় জগতে আত্মহত্যা অব্যাহত। তুনিশা শর্মার অস্বাভাবিক মৃত্যু রহস্যের জাল কাটার আগেই আরও এক অভিনেত্রীর আত্মহত্যার (suicide) ঘটনা সামনে এল। তিনি সোশ্যাল মিডিয়ায় (social media) রিল করেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (influencer)। ইনস্টাগ্রামে লীনা নাগবংশীর (leena nagwanshi) ফলোয়ার ১০ হাজারেরও বেশি। ছত্তিশগড়ের রায়গড় (raigarh) জেলায় তাঁর নিজের ঘর থেকে কলেজ পড়ুয়া ২২ বছরের লীনার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রবিবারই ক্রিসমাস উপলক্ষে ইনস্টাগ্রামে রিল পোস্ট করেছিলেন লীনা। তাতে তাঁকে সান্তা ক্লজের ভূমিকায় দেখা গিয়েছে। পুলিস সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও স্যুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে তদন্ত শুরু হয়েছে।

সূত্রের খবর, কয়েক ঘণ্টার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন লীনার মা। এই সময়েই লীনা আত্মঘাতী হন। তবে লীনা যে আত্মঘাতী হয়েছেন, তা প্রথমে বুঝতে পারেননি লীনার মা। লীনাকে তিনি প্রায় আধ ঘণ্টা ঝুলন্ত অবস্থায় দেখেন। তাঁর মনে হয়েছিল, লীনা এবার নেমে আসবেন। রিলের অনেক ভিডিওতে এমনই লীনাকে অদ্ভুত কাজকর্ম করতে দেখা গিয়েছে। তা থেকেই তাঁর এমন ধারণা হয়েছে। তবে লীনা নেমে না আসায় সম্বিত ফেরে তাঁর। লীনার মা জানিয়েছেন, দ্বিতীয় বর্ষের বিকম পড়ুয়া লীনা চিলেকোঠার ঘরে পড়তে গিয়েছিলেন। সেখানেই দোপাট্টা দিয়ে আত্মঘাতী হন।

এদিকে, লীনার মৃত্যু সংবাদ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া শুরু হয়েছে। একজন লিখেছেন, ‘আজকের যুবক-যুবতীদের মানসিক চাপ সহ্য করার কোনও ক্ষমতাই নেই। সোশ্যাল মিডিয়া আসার পর তাঁদের জীবন আরও কঠিন করে তুলেছে।’ অন্য একজনের মন্তব্য, ‘এত বেশি সোশ্যাল মিডিয়ার প্রচার মানসিক বৈকল্য ডেকে আনছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ