Jaya Bachchan: অভিনেত্রী নয়| মা ও অমিতাভের স্ত্রী হিসেবে অনেক সুখী| জয়া বচ্চন

Bengali News Click

চোখ বুজলেই কতশত ছবি ভেসে ওঠে। কখনও তিনি ডানপিটে। কখনও ছটফটে প্রেমিকা। কখনও আবার বিরহিনী। সেই জয়া বচ্চন (jaya bachchan) জানালেন, অভিনেত্রী (actor) নয়, অমিতাভের স্ত্রী (wife) হিসেবে সংসারী হয়ে তিনি বেশি সুখী (happier)। তাই মেয়ে শ্বেতা এবং ছেলে অভিষেককে বড় করতে অভিনয় ছেড়েছিলেন। সেসময় অনেকেই তাঁর আত্মত্যাগের প্রশংসা করেছিলেন। তবে জয়া মনে করেন, 'এটা মোটেই আত্মত্যাগ ছিল না।' শনিবার নাতনি নভ্যার পরিচালনায় 'হোয়াটস দ্য হেল নভ্যার' পডকাস্টের শেষ এপিসোডে এমনটাই মন্তব্য করেছন। এপিসোডের একটা অংশে বিবাহ পরবর্তী ভারতীয় মহিলাদের কত কিছু করতে হয় সেই নিয়ে আলোচনা হচ্ছিল। নভ্যা বলেন, সবকিছু আত্মত্যাগ করে মহিলাদের সন্তান পালনের মতো গুরু দায়িত্ব পালন করতে হয়। 'আত্মত্যাগ' শব্দটি নিয়ে আপত্তি তোলেন জয়া। তিনি বলেন, 'বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই আত্মত্যাগ শব্দটি নিয়ে আমার আপত্তি রয়েছে। আমার মনে হয় নিজের থেকেও অপরের আবেগ, অনুভূতির দায়িত্বটা অনেক বড়। তুমি একজন শিক্ষিত, সপ্রতিভ হয়েও এই আত্মত্যাগ শব্দটি কেন ব্যবহার করছ?'

এরপরেই স্মৃতিতে ডুব দেন অমিতাভ জায়া

 তিনি বলেন, 'আমি যখন বিয়ের পর কাজ না করার সিদ্ধান্ত নিই, তখন অনেকই বলেছিল- দেখলে সংসার সন্তানের জন্য কতবড় আত্মত্যাগ করল! আমার অবশ্য মনে হয়েছিল, অভিনয়ের থেকে এই কাজ অনেক বেশি এনজয় করছি। এটা মোটেই আত্মত্যাগ ছিল না।' অনুষ্ঠানে উপস্থিত শ্বেতাও বলেন, এই সময়টা মহিলাদের মেনে নিতে হয়। উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ ও জয়ার বিয়ে হয়। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ