Women Cricketers: ভাইফোঁটায় বড় ঘোষণা| পুরুষ ও মহিলা ক্রিকেটাররা এবার একই অর্থ পাবেন

Bengali News Click

বিরাট কোহলি, স্মৃতি মান্ধানাদের মধ্যে আর কোনও বৈষম্য থাকল না। কারণ এবার ভারতীয় (indian) মহিলা ক্রিকেটাররাও (woman cricketers) পুরুষদের সমান উপার্জন করবেন। ম্যাচ পিছু (match fee) তাঁরা একই অর্থ পাবেন। বৃহস্পতিবার একথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই ঘোষণাকে ঐতিহাসিক বলেই মানছে বিশ্ব ক্রিকেট মহল। এখনও পর্যন্ত কোনও ক্রিকেট বোর্ডই এমন সাহসী সিদ্ধান্ত ঘোষণা করেনি। অনেকের মতে, মহিলা ক্রিকেট পুরুষ ক্রিকেটের মতো জনপ্রিয় নয়। তাই পুরুষদের ক্রিকেট থেকে যে আয় হয় মহিলা ক্রিকেট থেকে সেই আয় নেই। তাই আয়ের বৈষম্য রয়েই গিয়েছে। সেই দিক দিয়ে বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ব্যতিক্রমী।

বৃহস্পতিবার ভাইফোঁটার দুপুরে বিসিসিআই সচিব জয় শাহের ট্যুইট, 'বৈষম্য দূর করতে বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ ঘোষণা করছি। বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য ভাতা সুসামঞ্জস্য নীতি নেওয়া হয়েছে। ক্রিকেটে লিঙ্গ বৈষম্য দূর করতে মহিলা ক্রিকেটাররা এবার পুরুষদের মতোই একই অর্থ পাবেন।' জয় জানিয়েছেন, মহিলা ক্রিকেটাররা এবার টেস্ট ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা, ওয়ান ডে ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা এবং টি২০-র জন্য ৩ লক্ষ টাকা পাবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ