Raj Babbar Case: নির্বাচন কর্মীকে মারধর| অভিনেতা রাজ বব্বরের দু'বছর কারাবাসের সাজা

bollywood-star-raj-babbar-gets-two-year-jail-tnterim-bail-granted

Raj Babbar Case: নির্বাচন কর্মীকে মারধর| অভিনেতা রাজ বব্বরের দু'বছর কারাবাসের সাজা

কত সিনেমায় তিনি ভিলেনের মুণ্ডপাত করেছেন। বাস্তব জীবনে তিনিই ভিলেনোচিত আচরণ করেছিলেন। তাই দীর্ঘ ২৬ বছর পর বলিউড অভিনেতা (bollywood star) রাজ বব্বরকে (raj babbar)  দু'বছর হাজতবাসের (two year jail)  সাজা দিল আদালত। অবশ্য এই সাজা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী জামিন (interim bail) পেয়ে গিয়েছেন তিনি। রাজ বব্বর জানিয়েছেন, বিধায়ক/ সাংসদ আদালতের এই রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে মামলা করবেন।

১৯৯৬ সালের লোকসভা নির্বাচন। লখনউ কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে প্রার্থী হন। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী ছিলেন অটলবিহারী বাজপেয়ি। সেই বছর ২ মে লখনউয়ের ওয়াজিরগঞ্জ থানায় পোলিং অফিসার অরবিন্দ সিং রানা অভিযোগ করছিলেন, রাজ বব্বর বুথের ভিতর ঢুকে তাঁদের উপর চড়াও হয়েছিলেন। এফ আই আরে অরবিন্দ আরও জানিয়েছেন, ভোট মিটে যাওয়ার পরে বুথের বাইরে যখন তাঁরা খাওয়া সারছিলেন, তখন তাঁদের মারধর করা হয়। ভোটে কারচুপির অভিযোগ করেছিলেন রাজ। তবে অটলবিহারী বাজপেয়ীর কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। 

এরপর অনেক জল গড়িয়েছে। সপা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। ২৪ জুন এই মানলার শুনানি শেষ হয়। বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য বিচারক (বিধায়ক/ সাংসদ আদালত) অম্বরীশ কুমার শ্রীবাস্তব রাজ বব্বরকে ২ বছরের হাজতবাসের সাজা দিয়েছেন। একইসঙ্গে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ