Uddhav Thackeray: আজ আস্থাভোটের মুখোমুখি উদ্ধব| গোয়ায় হাজির বিক্ষুব্ধ বিধায়করা

uddhav-thackeray-to-face-no-confidence-motion-today-key-highlights

Uddhav Thackeray: আজ আস্থাভোটের মুখোমুখি উদ্ধব| গোয়ায় হাজির বিক্ষুব্ধ বিধায়করা

জীবনে নাটক কি কম পড়িয়াছে? তাহলে মহারাষ্ট্রের বিধায়কদের আচরণ উপলব্ধি করে মজা নিন। আজ (today) বৃহস্পতিবারই আস্থাভোটের মুখোমুখি (no confidence motion) হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে (uddhav thackeray)। তার আগে দিনভর নাটকের সাক্ষী তাকল গোটা দেশ। তারই ঝলক (key highlights)---

  • উদ্ধবকে বিধানসভায় শুক্রবারের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেন রাজ্যপাল।
  • আরও কিছুটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে যায় উদ্ধব শিবির।
  • উদ্ধবদের সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। 
  • অগত্যা আস্থাভোটের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। জল্পনা ছিল, আস্থো ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন উদ্ধব। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। বুধবারই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন।
  • এই নিয়ে আবেগঘন বক্তৃতায় উদ্ধব বলেন, আমি কোনও কিছুর মুখোমুখি হতে ভয় পাই না। তবে আমাদের সমর্থন জানিয়ে শিবসৈনিকরা মার খাবেন। মেনে নেওয়া যায় না। তিনি বিধান পরিষদের সদস্যপদ থেকেও ইস্তফা দেন। 
  • বুধবারই গুয়াহাটি ছেড়ে বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করা গোয়া এসে পৌঁছেছেন। পানাজির তাজ হোটেলে তাদের তদারকির দায়িত্বে রয়েছেন খোদ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। 

আরও পড়ুন: বিধায়ক নিয়ে গুজরাত পারি মন্ত্রীর| আরও এক বিজেপি সরকার?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ