New LPG Connection: রান্নার গ্যাসের নতুন কানেকশন খরচ বাড়ছে ৭৫০ টাকা

new-lpg-connetion-charge-hiked-deatils

New LPG Connection: রান্নার গ্যাসের নতুন কানেকশন খরচ বাড়ছে ৭৫০ টাকা

রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম বাড়া এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার আরও দুঃসংবাদ। বাড়ছে নতুন (new) করে গ্যাসের কানেকশন (Connection) নেওয়ার খরচ (Charge)। ১৪.২ কেজি সিঙ্গল সিলিন্ডারের কানেকশন খরচ এক ধাক্কায় ৭৫০ টাকা করে বাড়ানো হয়েছে। এরফলে কানেকশন খরচ বেড়ে দাঁড়াচ্ছে ২ হাজার ২০০ টাকা। বৃহস্পতিবার থেকে এই নতুন চার্জ কার্যকর হচ্ছে। গ্যাস কানেকশন নেওয়ার জন্য সিকিউরিটি বাবদ একটা অর্থ রাখে তেল সংস্থাগুলি। সেই টাকাটাই বাড়ানো হয়েছে। এরঅর্থ এবার জোড়া গ্যাস কানেকশন নিতে গেলে অতিরিক্ত দেড় হাজার টাকা গুণতে হবে গ্রাহককে। 

এখানেই শেষ নয়। বাড়ানো হয়েছে, রেগুলেটরের দামও। আগে গ্রাহককে রেগুলেটর বাবদ ১৫০ টাকা দিতে হত। এখন দিতে হবে ২৫০ টাকা। 

বেড়েছে নানা ওজনের গ্যাসের কানেকশন খরচ। ৫ কেজি সিলিন্ডারের দাম পড়ত ৮০০ টাকা। এবার বেড়ে হচ্ছে ১ হাজার ১৫০ টাকা। এছাড়া পাইপ ও পাসবইয়ের জন্য দিতে হবে ১৫০ টাকা ২৫ টাকা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ