Gyanvapi Mosque: জ্ঞ্যানব্যাপী মসজিদ নিয়ে শুনানি শুক্রবার পর্যন্ত মুলতুবি করল সুপ্রিম কোর্ট

supreme-court-gyanvapi-mosque-case-varanasi-court-hearing-stayed

Gyanvapi Mosque: জ্ঞ্যানব্যাপী মসজিদ নিয়ে শুনানি শুক্রবার পর্যন্ত মুলতুবি করল সুপ্রিম কোর্ট

শুক্রবার পর্যন্ত জ্ঞানব্যাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে শুনানি মুলতুবি (Stay) করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বেলা তিনটেয় এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। বারাণসী আদালতকে (varanasi court) শীর্ষ আদালতের (supreme court) নির্দেশ, বৃহস্পতিবারের নির্ধারিত শুনানি বন্ধ রাখতে হবে। এই মামলার একাধিক পক্ষ শুনানির প্রস্তুতির জন্য আরও কিছুটা সময় চান। তাছাড়া মুসলিমদের পক্ষ থেকে জানানো হয় আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। এরপরই শুক্রবার পর্যন্ত শুনানি মুলতুবি করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, ‘আমরা নিম্ন আদালতকে নির্দেশ দিচ্ছি, এই নিয়ে যেন আর কোনও পদক্ষেপ না করা হয়। শুক্রবার তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে।’ 

বুধবারই আদালতের তৈরি করা কমিটি, কাশী বিশ্বনাথ মন্দির- জ্ঞ্যানব্যাপী মসজিদ চত্বরের সমীক্ষা রিপোর্ট মুখবন্ধ অবস্থায় বারাণসী কোর্টে জমা দিয়েছে। স্পেশাল অ্যাডভোকেট কমিশনার বিশাল সিংও তিনটি বাক্স জমা দিয়েছেন। জ্ঞ্যানব্যাপী মসজিদ চত্বরে ১৪, ১৫ এবং ১৬ মে যে সমীক্ষা করা হয়েছিল, তার ভিডিও রেকর্ডিং রয়েছে ওই বাক্সগুলিতে। 

এই মসজিদ চত্বরেই শিবলিঙ্গ মিলেছে বলে দাবি উঠেছে। এরপরই শীর্ষ আদালত ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়। তবে কোনওভাবেই মুসলিমদের যাতে আজানে ছেদ না পড়ে, তাও দেখতে বলা হয়। তবে ম্যানেজমেন্ট কমিটির এক কর্তা জানিয়েছেন, ‘মুসলিম ধর্মাবলম্বীরা ওজু করতে পারছেন না। কারণ শিবলিঙ্গ মিলেছে বলে মসজিদ সংলগ্ন পুকুরটি সিল করে দেওয়া হয়েছে। যাঁরা নামাজ পড়তে আসবেন তাঁদের আমরা বাড়ি থেকে ওজু করে আসতে বলেছি।’ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ