Khalistan Flags: হিমাচলপ্রদেশের বিধানসভা ভবনের তোরণে খালিস্তানি পতাকা

Khalistan-flags-at-Himachal-Assembly-Gate

Khalistan Flags: হিমাচলপ্রদেশের বিধানসভা ভবনের তোরণে খালিস্তানি পতাকা 

ধর্মশালায় হিমাচলপ্রদেশের বিধানসভা ভবনে (Himachal Assembly) খালিস্তানি পতাকা (Khalistan Flags) পাওয়া নিয়ে তীব্র অশান্তি শুরু হল রাজ্যে। রবিবার সকালে  বিধানসভা ভবনের তোরণে এবং দেওয়ালে এই পতাকা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, দেওয়াল জুড়ে খালিস্তানপন্থী নানা স্লোগানও চোখে পড়ে। ঘটনার কথা স্বীকার করেছেন, ডেপুটি কমিশনার নিপুণ জিন্দল। তিনি বলেন, পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছেন বলে তিনি জানিয়েছেন। 

নিপুণ বলেন, ‘কয়েকজন দুষ্কৃতী বিধানসভা ভবনের গেটে পাঁচ থেকে ছ’টি খালিস্তানি পতাকা ঝুলিয়ে দেয়। ভবনের দেওয়ালে লিখে দেয় খালিস্তান জিন্দাবাদ। পতাকাগুলি খুলে নেওয়া হয়েছে। দেওয়ালের লেখাও মুছে ফেলা হয়েছে। পুলিস মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, সম্প্রতি পাঞ্জাব থেকে বহু পর্যটক বেড়াতে এসেছেন। এটা তাঁদেরই কাজ বলে মনে হয়। তবে এই ঘটনার নিন্দা করেছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি বলেন, ‘আপনাদের যদি সাহস থাকে তবে দিনের আলোয় সামনে আসুন। রাতের অন্ধকারে কাজ সারবেন না।’  

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল খালিস্তানি সক্রিয়তা নিয়ে সতর্কতা জারি করেছিলেন গোয়েন্দারা। এ ধরণের ঘটনা আরও বাড়বে বলে জানানো হয়েছিল। শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতওয়ান্ত সিং পান্নু হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন সিমলায় ভিন্দারওয়ালা এবং খালিস্তানের পতাকা ওড়ানো হবে। এরপরেই হিমাচলপ্রদেশ খালিস্তানি পতাকা এবং ভিন্দারওয়ালের ছবি নিষিদ্ধ করা হয়। ২৯ মার্চ তাদের পতাকা উত্তোলন কর্মসূচি থাকলেও উচ্চ নিরাপত্তার জন্য, এই কর্মসূচি পালন করতে পারেনি শিখ ফ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ