Plane Missing: ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ নেপালি বিমান| রয়েছেন ৪ ভারতীয় যাত্রীও

Nepali-plane-missing-with-22-people-4-indian

Plane Missing: ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ নেপালি বিমান| রয়েছেন ৪ ভারতীয় যাত্রীও

নিখোঁজ (Missing) নেপালি বেসরকারি সংস্থার বিমান (Nepali Plane)। ওই বিমানে ২২ জন ছিলেন। এঁজের মধ্যে ৪ জন ভারতীয় (4 Indian) ছিলেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কতজন যাত্রী এবং কতজন বিমানকর্মী ছিলেন, তা জানা যায়নি। রবিবার কাঠমাণ্ডুর ২০০ কিমি উত্তর-পূর্বের শহর পোখরা থেকে বিমানটি পর্যটকদের নিয়ে উড়েছিল। নেপালের পর্যটকদের অন্যতম গন্তব্য এই পোখরা শহর। পোখরা থেকে দু’টি ইঞ্জিন বিশিষ্ট বিমানটি জমসমের উদ্দেশে রওনা হয়। পোখরা থেকে জমসমের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ নাগাদ বিমানটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মুখ্য জেলা আধিকারিক নেত্র প্রসাদ শর্মা জানিয়েছেন, ‘বিমানটিকে শেষবার দেখা গিয়েছে মুস্তাং জেলার জমসমের আকাশে। এরপর মাউন্ট ধৌলাগারির দিকে এটি বাঁক নেয়। এরপর আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।’ 

সূত্রের খবর, বিমানটিতে ৪ জন ভারতীয় এবং ৩ জন জাপানি পর্যটক ছিলেন। বাকিরা সকলে নেপালের বাসিন্দা। পুলিসের সন্দেহ, মুস্তাং জেলার লেতে এলাকার তিতিতে বিমানটি ভেঙে পড়েছে। নেপালের পঞ্চম বৃহত্তম জেলা এই মুস্তাং। এখানেই রয়েছে মুক্তিনাথ মন্দির। এই মন্দির দর্শনে সারা বছর বহু পর্যটক হাজির হন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ