Women Wants Daughter: পুত্র সন্তান নয়| কন্যা সন্তান চান এই রাজ্যের মহিলারা| কারণ জানলে অবাক হবেন

Meghalaya-Women-Prefer-Daughters-Than-Sons

Women Wants Daughter: পুত্র সন্তান নয়| কন্যা সন্তান চান এই রাজ্যের মহিলারা| কারণ জানলে অবাক হবেন

নারী তুমি অর্ধেক আকাশ। সেই কবে মহিলাকে মহিমান্বিত করে একথা বলেছিলেন কোনও এক রাজনীতিক কবি। এরপরেও মহিলারা যেন মহিলাদের চান না। সন্তান হিসেবে মেয়েকে চাইছেন, এমন নারী ভারতে প্রায় বিরল। আর এখানেই অনন্য মেঘালয়ের মহিলারা (Meghalaya Women)।  সন্তান হিসেবে কন্যাই (Prefers Daughter) পছন্দ তাঁদের। কেন পুত্র সন্তানে (Sons) তাঁরা ততটা আগ্রহী নন? নানাবিধ কারণ রয়েছে। 

আসলে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (National Family Health Survey NFHS-5) চালিয়েছে কেন্দ্র। দেশব্যপী সেই সমীক্ষায় পুত্র সন্তানের করুণ আর্তি ধরা পড়েছে গোটা দেশে। পুত্র সন্তান হলে নারী জন্ম বৃথা, এমন মতও শোনা গিয়েছে সমীক্ষায়। আর এখানেই মেঘালয়ের মহিলারা দশ গোল দেবেন। ২০১৯-২১ এই দু'বছর ধরে সমীক্ষা চালানো হয়। অর্থাৎ করোনা শুরু হওয়ার আগের বছর থেকে করোনা সংক্রমণের শিখরে পৌঁছানোর সাক্ষী থেকেছে দেশ। এতকিছুর পরেও পুত্র সন্তানের প্রতি অগাধ আস্থায় টোল খায়নি এতটুকু।

সমীক্ষায় কি উঠে এসেছে? (National Family Health Survey| Key Findings)

  • ১৫ থেকে ৪৯ বছর বয়সিরা কন্যা সন্তানের থেকে অনেক বেশি পুত্র সন্তান চান।
  • যে দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে, তাঁরা আর সন্তান নিতে চান না। অন্যদিকে যাঁদের প্রথম সন্তান কন্যা, তাঁরা আরও সন্তান নিতে আগ্রহী। 
  • তবে অধিকাংশই মনে করেন, কোনও আদর্শ পরিবারে কমপক্ষে একজন কন্যা সন্তান থাকা জরুরি। আদর্শ পরিবার বলতে এখনও একটি পুত্র ও একটি কন্যা সন্তানে বিশ্বাস রাখেন অধিকাংশ দম্পতি।

মেঘালয় কেন কন্যা সন্তান চায়? (Why Meghalaya Wants More Daughter?)

সমীক্ষায় উঠে এসেছে, সব রাজ্যের মধ্যে সর্বাধিক ১১ শতাংশ পুরুষই কন্যা সন্তান চান। মাতৃতান্ত্রিক সমাজকে চালু রাখতেই এই মত পুরুষদের। তবে এই আনন্দের মধ্যেও বিষাদের ঝিলিকও চোখ এড়ায়নি সমীক্ষকের। কারণ অনেকেই জানিয়েছেন, মাতৃতান্ত্রিক সমাজ হওয়ার জন্যই তাঁরা পিছিয়ে পড়েছেন। সামাজিকভাবে মহিলাদের যতই প্রতিপত্তি থাক, মহিলা হয়ে রাজনীতির জগতে মাটি পাওয়া কঠিন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ