Elan Mask Bought Twitter: ট্যুইটার কিনলেন এলন মাস্ক

Elan Mask Bought Twitter:  ট্যুইটার কিনলেন এলন মাস্ক

Elan Mask Bought Twitter


শেষ পর্যন্ত ট্যুইটার ( Twitter) কিনে নিলেন (Bought) ধনকুবের এলন মাস্ক। সংবাদসংস্থা এপির খবর, ট্যুইটারের সম্পূর্ণ মালিকানা হাতে পেতে ৪ হাজার ৪০০ কোটি ডলার খরচ করেছেন। জানা যাচ্ছে শেয়ার প্রতি ৫৪.২ ডলার করে দাম দিয়েছেন তিনি।  এলন মাস্ক (Elan Mask) আগেই ৯.৫ শতাংশ শেয়ার কিনেছিলেন। এরপর সম্পূর্ণ ট্যুইটার কিনতে মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন। একটা সময় হতাশ হয়ে জানিয়ে দেন, প্রয়োজনে ট্যুইটারের বিকল্প কোনও সাইট বার করবেন। সেই পথে আর হাঁটতে হল না। এপি জানিয়েছে, মাস্কের বিপুল অঙ্কের প্রস্তাব মেনে নিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। 

মাস্ককে বিক্রির পর কর্মীদের উদ্দেশে বার্তায় ট্যুইটারের ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল এবং চেয়ারম্যান ব্রেট টেলর কর্মীদের জানিয়েছেন, আগের মতোই সংস্থার কাজকর্ম চলবে। পরাগই সংস্থা পরিচালনা করবেন। চুক্তির প্রক্রিয়া শেষ হতে আরও ছ'মাস সময় লাগবে। এই ছ'মাসের মধ্যে কারও চাকরি যাবে না। নতুন কর্মী নিয়োগ প্রসঙ্গে পরাগ বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার আগে পর্যন্ত কর্মী নিয়োগ প্রক্রিয়া চলেছিল।

Elan Mask Buys Twitter


মাস্কের অধীনে কেমন হতে চলেছে ট্যুইটার? (Twitter's Change Under Mask)

মাস্ক একবার জানিয়েছিলেন, ট্যুইটার বাক স্বাধীনতা খর্ব করে। তাঁর মালিকানাধীন ট্যুইটার এবার অনেক বেশি উদার হবে বলে মত বিশেষজ্ঞদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ