Anuradha Paudwal: অরিজিৎ সিংয়ের কণ্ঠে তাঁর গানের রিমেক শুনে কেন কাঁদলেন অনুরাধা পড়োয়াল?

Bengali News Click

কাঁদছেন অনুরাধা পড়োয়াল (anuradha paduwal)। ৯০-এর দশকে আশিকি, দিল হ্যায় কে মানতা নেহি সহ বহু সিনেমায় গান গেয়েছেন তিনি। পরে ভজন গাইতে শুরু করলে তিনি সিনেমায় গান গাওয়া ছেড়ে দেন। সেই অনুরাধা পড়োয়াল জানিয়েছেন, তাঁর একটি পুরনো গানের রিমেক (remix) করেছেন অরিজিৎ সিং (arijit singh)।  ভাল লাগেনি। তাই নাকি তিনি কেঁদে ফেলেন।

বলিউডি গানের রিমেকের ঘরানাও পুরনো। নবীন শিল্পীদের কণ্ঠে পুরনোদের গান নতুন প্রাণ পায়। চলতি এই প্রবণতার শরিক নন অনুরাধা। তিনি মনে করেন, অরিজিনাল ট্র্যাকই অনেক ভাল। তাঁর কথায়, 'আমি আমারই পুরনো গানগুলি শুনি। খুব বেশি যে শোনা হয়, এমনটা নয়। ভজন গানই শুনি। তবে নতুনদের রিমেক শুনলে কেমন মনে হয় জানেন, আতঙ্কে কেঁদে ফেলি। এরপরই আমারই গাওয়া পুরনো গানে ফিরে যাই। আর বলি, কি ভাল যে গান।'

নির্দিষ্ট  করে তিনি দয়াবান সিনেমার একটি গানের উল্লেখ করেছেন। 'আজ ফির তুৃম পে পেয়ার আয়া হ্যায়' গানটি রিমেক করেছেন অরিজিৎ সিং এবং সমীরা কোপিকার। হেট স্টোরি ২ নামের থ্রিলার মুভিতে গানটি ব্যবহার করা হয়েটে। লক্ষ্মীকান্ত-প্যারেলালোর লেখা গানটি দয়াবান সিনেমায় গেয়েছিলেন অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উদাস। গানটি ছিল মাদুরী দীক্ষিত এবং বিনোদ খান্নার লিপে। 

এ প্রসঙ্গে অনুরাধা জানিয়েছেন, 'একজন আমাকে জানাল গানটি সুপার ডুপার হিট। আমাকে গানটি পাঠালে আমি তা শুনে কেঁদে ফেলি। সঙ্গে সঙ্গে ইউটিউবে আসল গানটি শুনি। মনে আরাম পাই।' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ