Will Smith Banned for10 Years: অস্কার অনু্ষ্ঠান থেকে ১০ বছর বাদ উইল স্মিথ

Will Smith Banned for10 Years: অস্কার অনু্ষ্ঠান থেকে ১০ বছর বাদ উইল স্মিথ 

Will Smith banned For 10 years


আগামী ১০ বছর আর অস্কার মঞ্চে দেখা যাবে না উইল স্মিথকে। অস্কার পুরস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার খেসারত এভাবেই দিতে হবে সেরা অভিনেতাকে। শুক্রবার উইল স্মিথের চড় মারা নিয়ে আলোচনায় বসেছিল অস্কার কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, অস্কার পুরস্কারদাতা সংস্থা অ্যাকাডেমির কোনও অনুষ্ঠানেই তিনি ১০ বছর হাজির থাকতে পারবেন না। অ্যাকাডেমি বোর্ডের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, 'গত একবছর ধরে যাঁরা চলচ্চিত্র ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন, ৯৪তম অস্কার ছিল তাঁদের উদযাপনের মঞ্চ। কিন্তু উইল স্মিথের আচরণে সেসব ঢাকা পড়ে গিয়েছে।' চড়কাণ্ডের পরও উইল স্মিথকে অনুষ্ঠানস্থলে থাকতে দেওয়া এবং কিং রিচার্ডের জন্য সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়া ভুল হয়েছিল বলে জানানো হয়েছে।

অস্কার মঞ্চে উঠে ক্রিস রককে চড় মারার পর বারবার ক্ষমা চেয়েছেন স্মিথ। এমনকি গত সপ্তাহেও অ্যকাডেমি থেকে পদত্যাগ করেছেন। জানিয়েছিলেন, অ্যাকাডেমি যে সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেব। অ্যকাডেমির সিদ্ধান্ত সামনে আসার পর উইল স্নিথ বলেন, 'আমি সিদ্ধান্তকে সমর্থন করছি, মেনে নিচ্ছি।' 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ