Hanskhali Rape: শুনেছি মেয়েটা প্রেগন্যান্ট ছিল| মন্তব্য মমতার

Hanskhali Rape: শুনেছি মেয়েটা প্রেগন্যান্ট ছিল| মন্তব্য মমতার

Mamata for Hanskhali Rape



পশ্চিমবঙ্গে নানা অপরাধের ঘটনায় বারবার জড়াছে শাসকদল তৃণমূলের নাম। এই অবস্থায় প্রত্যাঘাতের পথ বেছে নিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, শুনেছি মেয়েটির অ্যাফেয়ার্স ছিল। একে কি ধর্ষণ বলবেন? তাঁর আরও অভিযোগ, মৃত্যুর পাঁচদিন পর কেন অভিযোগ দায়ের করল পরিবার? কেন অভিযুক্তের বাবার রাজনৈতিক পরিচয় বড় করে দেখা হচ্ছে? সোমবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের মঞ্চ থেকে হাঁসখালি ধর্যণ নিয়ে এভাবেই একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'আপনি রেপ বলবেন, নাকি প্রেগন্যান্ট বলবেন? নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন? পুলিসকে বলছি আসল ঘটনা কি?' মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই আগেভাগে এই মন্তব্য করলেন তিনি? প্রশ্ন, এরপরে প্রকৃত দোষী শাস্তি পাবে তো? রবিবার রাতেই অবশ্য মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।

ঘটনা হল, হাঁসখালি ধর্যণ নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। 

আরও পড়ুন: হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়ার অভিযো



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ